× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রথম ম্যাচ হেরে যা বললেন অধিনায়ক বিজয়

স্পোর্টস ডেস্ক।

৩০ ডিসেম্বর ২০২৪, ২২:২৩ পিএম । আপডেটঃ ৩০ ডিসেম্বর ২০২৪, ২২:২৬ পিএম

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ১৯৮ রান সংগ্রহ করলেও ৪ উইকেটে ফরচুন বরিশালের কাছে হেরে যায় বিজয়ের দল দুর্বার রাজশাহী। মূলত বোলারদের দুর্বল বোলিং পারফরম্যান্সের কারণেই হেরেছে তাঁরা, এমনটিই মনে করেন অধিনায়ক এলামুল হক বিজয়। 


আজ (৩০ ডিসেম্বর) প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বিজয়ের দল। দুর্বার রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে। ১৯৮ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে ১৯ ওভার ১ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় ফরচুন বরিশাল। 


ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিজয় বলেন, 'বিশাল (বোলিং) ঘাটতি বলব না। শফিউল ভাই লম্বা সময় পারফর্ম করেছেন। মোহর শেখ এনসিএলে ভালো করেছে। ভালো সুইং করাতে পারে। মৃত্যুঞ্জয় ভালো শেপে ছিল। যারা আছে তারা সবাই পারফর্মার, সবাই সামর্থ্যবান। বিপিএলের মতো বড় মঞ্চে অনেক বড় ক্রিকেটারদের সাথে খেলা হয়। সেখানে অভিজ্ঞতার প্রয়োজন হয়, দর্শকদের চাপ থাকে।'


তিনি আরও বলেন, 'আশা করি তারা নিজেদের সামর্থ্য দেখাতে সক্ষম হবে। এটা ছাড়া অধিনায়কের কিছু করার থাকে না। একজনের পরিবর্তে আরেকজন সুযোগ দেওয়া যেতে পারে তবে সে কতটা ভালো করতে পারবে সেটা তার উপর। এর বাইরে ভালো বিদেশি বা যারা এভেইলেবেল আছে তাদের মধ্যে আমরা যদি পারি বিবেচনা করব।'


মাহমুদউল্লাহ রিয়াদের ২৬ বলে ৫৬ রান করা নিয়ে বিজয়ের কন্ঠে প্রশংসা, 'অবশ্যই, রিয়াদ ভাই মুশফিক ভাই এমন ম্যাচ অনেক খেলেছে। তাদের হাত ধরে বাংলাদেশ এমন অনেক ম্যাচ জিতেছে। তারা জানে কিভাবে খেলাটা শেষ করতে হয়। আমার মনে হয়, বিশ্বের সেরা কিছু ফিনিশার যদি আমরা দেখি তাদের মধ্যে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্যই পড়বেন। এমন বিশ্বমানের খেলোয়াড়েরা ফর্মে থাকলে সবার মধ্যে একটা ভীতি কাজ করে যেটা আমাদের বোলারদের মধ্যে হয়তোবা করেছে।'


উইকেট নিয়ে খুশি বিজয়, 'এটা দারুণ ব্যাপার। এটা সবার জন্যই ভালো। দুইটা টিমকেই ধন্যবাদ জানাতে হয়। কাউকে না কাউকে হারতে হবে। আমরা হেরেছি কিন্তু দর্শকরা অনেক উপভোগ করেছে। চেষ্টা করব খেলোয়াড়েরা যেন ভালো আত্মবিশ্বাস নিয়ে পরের ম্যাচগুলোতে নামতে পারে। অন্যান্যবারও আমরা দেখি শুরুর ম্যাচটা রোমাঞ্চকর হয় এবার তার ব্যতিক্রম হয়নি। খুব ভাল একটা শুরু হয়েছে। আশা করি এটা চলমান থাকবে।'

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.