× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফাহিমের চোখে মাহমুদউল্লাহ ‘ম্যাজিক ম্যান’

স্পোর্টস ডেস্ক।

৩১ ডিসেম্বর ২০২৪, ০০:৪০ এএম

ছবিঃ সংগৃহীত

এবার দাপুটে জয় দিয়ে বিপিএল শুরু করে ফরচুন বরিশাল। ১৯৮ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে ১১ বল আগেই ৪ উইকেটের জয় পায় এই দলটি। প্রথমে খুব দ্রুতই ১১২ রানে ৬ উইকেট হারায় বরিশাল। ম্যাচ জিতে হলে তাঁদের দরকার ৪৬ বলে ৮৬ রান।

এমন বিপদের সময় কঠিন সমীকরণকে সহজ করে দেয় মাহমুদউল্লাহ রিয়াদ ও পাকিস্তানের ব্যাটার ফাহিম আশারাফ। ইনিংসে ২১ বলে ৫৪ রান সংগ্রহ করে ফাহিম আর মাহমুদউল্লাহ পায় ২৬ বলে ৫৬ রান।

উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে ঠিক কি কথা হয়েছিল তা জানতে চাইলে ফাহিম আশরাফ বলেন, ''মাহমুদ ভাই জাদুর মতো। প্রথম ৬-৭ বলে আমি মাত্র ১ রান করলাম। আমি উনাকে জিজ্ঞেস করলাম, ‘কী হয়েছে?’ তিনি আমাকে বললেন, ‘তুমি কেবল টিকে থাকো।’ এরকম অভিজ্ঞ খেলোয়াড় থাকলে ব্যাপারটা ভালো। অনুপ্রেরণা পাওয়া যায়। চাপ সামাল দেওয়া যায়। সব কাজ অনেক সহজ হয়ে যায়।''


ব্যাটিংয়ের সময় পরিকল্পনা নিয়ে ফাহিম বলেন, 'পরিকল্পনা সাধারণ ছিল। শুরুতে আমরা ভেবেছি পিএসএল, বিপিএল বা যেকোনো টি-টোয়েন্টি ম্যাচে যেকোনো কিছুই ঘটতে পারে। ফলে আমাদের পরিকল্পনা সহজ ছিল। ফলে আমরা সেরকম বড় কিছু চিন্তা না করে ২ ওভার করে ভালো করার চেষ্টা করেছি। সেভাবে এগিয়েই চেয়েছি ম্যাচ জিতে নিতে।'


উইকেট নিয়ে ফাহিম বলেন, 'আমরা ২-৩ ওভার বল করার পর বুঝেছিলাম উইকেট ভালো। শুরুতে আমি ভেবেছিলাম হয়ত ১৫০-১৬০ রানের উইকেট হবে। তবে পরে স্লো বল হোল্ড করছিল না। ১৭০ রানের উইকেট মনে হচ্ছিল। ইয়াসির এবং এনামুল দারুণ খেলেছে পরে। দ্বিতীয় ইনিংসে উইকেট আরও ভালো হয়েছে। প্রথম ইনিংসে উইকেট নরম ছিল পরে শক্ত এবং শুকনা হয়ে গেছে।'

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.