× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিপিএলে এক ম্যাচে তিনবার আউট

স্পোর্টস ডেস্ক।

৩১ ডিসেম্বর ২০২৪, ১৫:২৪ পিএম । আপডেটঃ ৩১ ডিসেম্বর ২০২৪, ১৫:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর একাদশতম আসরের আজকের (৩১ ডিসেম্বর) প্রথম ম্যাচে লড়ছে চিটাগাং কিংস এবং খুলনা টাইগার্স। চিটাগাং কিংসের অস্ট্রেলিয়ান লেগস্পিনার  থমাস ও’ কনেল এই ম্যাচে তিনবার আউট হয়েছেন। দর্শকরা দেখল কমেডি অব এররস।

চিটাগাং কিংসের ইনিংসের সপ্তম ওভারে মোহাম্মদ নওয়াজের বলে এলবিডব্লিউর শিকার হন থমাস ও’ কনেল। তবে থমাস থেকে শুরু করে ধারাভাষ্যকাররা সবাই বলছিলেন বলটি স্পষ্ট লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে চলে গেছে। 

তবে রিভিউ নেওয়ার জন্য ক্রিজের অপর প্রান্তে দাঁড়ানো শামীম হোসেন পাটোয়ারীর সাথে আলোচনা করলেও শামীমের ইতিবাচক সাড়া না পাওয়ায় রিভিউ না নিয়েই ফিরে যেতে হয় থমাসের।

এরপরেই শুরু হয় নাটকের। খুলনা টাইগার্সের প্লেয়াররা থেকে শুরু করে শামীম হোসেন পাটোয়ারী মিলে মাঠে খেলা থামিয়ে আলোচনা করে বুঝতে পারেন আসলে রিভিউ না নেওয়ার সিদ্ধান্ততা যৌক্তিক হয়নি। 

আম্পায়ারদের ডাকে আবারো ফিরে আসেন থমাস ও’কনেল। তবে এমন অদ্ভুত অবস্থার সৃষ্টি হলে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না তিনি। এতে খানিকটা দেরি হয়ে যাওয়ায় এবার টাইম-আউটের আবেদন করেন খুলনা টাইগার্সের প্লেয়াররা।

ঐতিহাসিক ‘টাইম আউটের’ শিকার হয়ে দ্বিতীয়বারের মত ডাগ-আউটের দিকে হাঁটা ধরেন থমাস। 

এবার খুলনা টাইগার্স অধিনায়ক মেহেদি হাসান মিরাজ  ‘স্পিরিট অব দ্যা ক্রিকেটের’ চমৎকার উদাহরণ সৃষ্টি করে টাইম আউটের আবেদন ফিরিয়ে থমাসকে আবারো ক্রিজে ফেরান।

তবে এবারো এসেই মোহাম্মদ নওয়াজের বলে মেহেদি হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে দিয়ে তৃতীয়বারের মত আউট হয়ে প্যাভিলিয়নের টিকেট নিশ্চিত করেন গোল্ডেন ডাক মারা থমাস ও’কনেল। 

মিরপুরের দর্শকরা সাক্ষী হল কমেডি অব এররস-এর।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.