ছবিঃ সংগৃহীত।
আজ (৩১ ডিসেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫ এর দিনের দ্বিতীয় খেলায় সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স।
টসে জিতে মিরপুরের নতুন এই রহস্যময় পিচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান।
টপ অর্ডারের তিন ব্যাটার ২৮ রান তুলেই প্যাভিলিয়নে বিদায় নেন। আগেরদিন এক রানের জন্য ফিফটি মিস করা ইফতিখার আহমেদ ব্যাট হাতে একপ্রান্ত আগলে রাখেন।
খুশদিল শাহকে নিয়ে ৪১ রানের একটি জুটি গড়ে দলকে প্রাথমিক ধাক্কা থেকে বাঁচান।
২১ রান করে খুশদিল বিদায় নেয়। এদিকে রানের চাকা খুব ধীরগতিতে আগাচ্ছিল রংপুরের।
খুশদিলের বিদায়ের পর ব্যাট হাতে বেধড়ক পেটাতে থাকেন নুরুল হাসান সোহান। ২৪ রানে খেলেন ২১ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস। ইংলিশ পেসার রিস টপলির এক ওভারে টানা তিনবার সীমানা ছাড়া করেছেন বল। সেই টপলির শিকার হয়ে আউট হতে হয় রংপুর অধিনায়কের।
শেষে ক্রিজে এসেই ৮ বলে ১৬ করে দলকে লড়াই করার মত পুঁজি এনে দেন শেখ মেহেদি।
মন্থর গতির ইনিংস খেলেও দলকে লড়াকু সংগ্রহ এনে দিতে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন অভিজ্ঞ ইফতিখার আহমেদ। ৪২ বলে ৪৭ রান করেন তিনি।
সিলেট স্ট্রাইকার্সের বোলারদের মধ্যে তানজিম সাকিব ও আল-আমিন হোসেন নিয়েছেন ২টি করে উইকেট।
বিপিএলের আগের তিন ম্যাচের তুলনায় বেশ সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৪ রানেই প্রথম উইকেট হারায় সিলেট স্ট্রাইকার্স।
এরপর রনি তালুকদার- জাকির হোসেনের ৩৩ রানের জুটি ভাঙেন বাংলাদেশের স্পিডস্টার নাহিদ রানা। এই পেসারের দুর্দান্ত এক ইয়র্কারে স্ট্যাম্প উপড়ে যায় জাকিরের।
সেই ওভারেই একটি ছক্কা হজম করে পল স্টারলিং কে প্যাভিলিয়নের পথ দেখিয়ে দেন স্পিডস্টার রানা।
ওপেনিংয়ে নেমে এক প্রান্ত আগলে রেখেছিলেন রনি তালুকদার। এরপর তিনি হার্ড হিটার জাকের আলীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছিলেন। টার্গেট বিবেচনায় ভালই আগাচ্ছিল এই জুটি।
তবে নুরুল হাসান সোহানের দুর্দান্ত ক্যাপ্টেন্সি সিলেটের ব্যাটারদের চাপে ফেলে দেয়। একের পর এক বোলার পরিবর্তন করতে থাকেন তিনি। এক পর্যায়ে টানা ৩০ বলে কোনো বাউন্ডারীর দেখা পাচ্ছিল না সিলেট।
ইনিংসের ১৫ তম ওভারে ঘটে ম্যাচের সবচেয়ে টার্নিং পয়েন্ট। পাকিস্তানি পার্ট টাইম লেফট আর্ম অর্থোডক্স স্পিনার খুশদিল শাহ টানা দুই বলে ফেরান রনি তালুকদার ও আরিফুল হককে। হ্যাটট্রিকটা প্রায় করেই ফেলেছিলেন তিনি। অন ফিল্ড আম্পায়ার আউটের ডিসিশন দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান সামিউল্লাহ শিনওয়ারি।
রনি তালুকদারের বিদায়ের পর ভাঙে জাকের আলির সঙ্গে ৪৮ রানের জুটি। এরপর সিলেট ভক্তরা তাকিয়ে ছিল জাকের আলির দিকে।
তবে সব দিন সমান যায় না সবার। নাহিদ রানার বলে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নিলে সিলেটের হার নিশ্চিত হয়ে যায়।
শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২১ রান তুলে ৩৪ রানে হেরে যায় সিলেট স্ট্রাইকার্স। সিলেটের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৪১ রান করেন রনি তালুকদার।
রংপুরের বোলাররা এদিন ম্যাচটা নিজেদের করে নিয়েছেন। মোহামুদ সাইফুদ্দিন ১৮ রানে নিয়েছেন ২ উইকেট। খুশদিল শাহ মাত্র ১০ দিন দিয়ে ২ উইকেট নিয়েছেন। আর ২৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার ঘরে তোলেন নাহিদ রানা।
এদিন ক্যাপ্টেন নুরুলের হার না মানা পারফরম্যান্স এবং ক্যাপ্টেন্সি ছিল দেখার মত। ব্যাট হাতে করেছেন ৪১। ক্রমাগত বোলিং পরিবর্তন করে সিলেটের ব্যাটারদের ধন্দে ফেলে দিয়েছেন। উইকেটের পেছনে ছিলেন দারুণ ক্ষিপ্র। বেশকিছু স্টাম্পিং অল্পের জন্য না হলেও তার এফোর্ট ছিল চোখে পড়ার মত। তাছাড়া, ফিল্ডাররা এক পর্যায়ে লুজ দেওয়া শুরু করলে স্টাম্পের মাইকে তাকে বলতে শোনা যায় “একটু শরীরটা নাড়া”।
এই জয় দিয়ে বিপিএল ২০২৫ এর প্রথম দুই ম্যাচেই জিতে চাঙ্গা রংপুর রাইডার্স শিবির।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh