× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তাসকিনের বিশ্বরেকর্ড; দুর্বার রাজশাহীর সহজ জয়

স্পোর্টস ডেস্ক।

০২ জানুয়ারি ২০২৫, ১৭:০০ পিএম । আপডেটঃ ০২ জানুয়ারি ২০২৫, ১৮:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (২ জানুয়ারি) মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল ২০২৫ এর দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালস। তাসকিনের বিশ্বরেকর্ডের দিনে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে বিপিএলের এবারের আসরের প্রথম জয় তুলে নিয়েছে দুর্বার রাজশাহী। 

টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে ঢাকা ক্যাপিটালস। দলীয় ১৪ রানেই ঢাকার দুই ওপেনারকে বিদায় করেন তাসকিন আহমেদ। এদিন বিপিএলের ইতিহাসে টপ অর্ডার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১০টি ডাক মারার রেকর্ড গড়েন লিটন দাস। আন্তর্জাতিক-ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে সর্বশেষ ৬ ইনিংসে ৩বার ডাক মেরেছেন তিনি।

লিটনের এই ডাক মারার ট্রেন কবে থামবে তা সৃষ্টিকর্তাই ভাল বলতে পারবেন।

তৃতীয় উইকেট জুটিতে স্টিফেন এসকিনাজি ও শাহাদাৎ হোসেন তোলেন ৭৯ রান।

ক্যাপ্টেন থিসারা পেরেরা ৯ বলে ২১ রানের একটি সময়োপযোগী ক্যামিও ইনিংস উপহার দেন। সুভাম রঞ্জনী খেলেন ১৩ বলে ২৪ রানের ক্যামিও। শেষদিকে আলাউদ্দিন বাবু ১৩ রান যোগ করেন।

তাসকিন এদিন মাত্র ১৯ রান দিয়ে ৭ উইকেট নিলেও ঢাকা ক্যাপিটালস স্কোরবোর্ডে তোলে ১৭৪ রান। 

১৭৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল করতে পারেননি দুর্বার রাজশাহীর ওপেনাররা। ৩১ রানে দুই ওপেনারের বিদায়ের পর ক্রিজে আসেন প্রথম ম্যাচে অপরাজিত ৯৪ রান করা ইয়াসির রাব্বি। তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক আনামুল হক বিজয়কে নিয়ে গড়েন ৪২ রানের জুটি। তবে এদিন ইনিংস বড় করতে পারেননি তিনি। ২২ রান করে আলাউদ্দিন বাবুর বলে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন তিনি। 

এরপর ঢাকা ক্যাপিটালসের আর কোনো বোলার পাত্তা পায়নি। চতুর্থ উইকেট জুটিতে অপরাজিত ১০৬ রান তুলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন জিম্বাবুইয়ান অলরাউন্ডার রায়ান বার্ল এবং ক্যাপ্টেন আনামুল হক বিজয়। 

রায়ান বার্ল ৩৩ বলে ৫৫ করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। 

আরেকদিকে টানা দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন ক্যাপ্টেন আনামুল হক বিজয়। ৪৬ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংসে ৩টি ছয়ের সঙ্গে ছিল ৯টি দৃষ্টিনন্দন চারের মার। জয় থেকে যখন মাত্র দুই রান দুরে দুর্বার রাজশাহী তখন ছক্কা মেরে জয় নিশ্চিত করেন বিজয়। 

স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কারটা ওঠে তাসকিনের হাতে। 

ম্যান অব দ্য ম্যাচ তাসকিন আহমেদ


 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.