× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুর রাইডার্সের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক।

০২ জানুয়ারি ২০২৫, ২৩:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (২ জানুয়ারি) মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘হাই-ভোল্টেজ’ ম্যাচে মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। বিপিএল ২০২৫ এর এই ‘হাই-ভোল্টেজ’ ম্যাচকে ‘লো-ভোল্টেজ’ বানিয়ে দিল নুরুল হাসান সোহানের দল। ফরচুন বরিশালকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিল রংপুর রাইডার্স।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে সপাটে ব্যাট চালাচ্ছিল তামিম ইকবাল। ৫ টি চার ও ১ ছক্কায় ২৮ রান কর যখন বড় কিছুর হুমকি দিচ্ছিলেন তখনই খান সাহেবের স্টাম্প উপড়ে দেন স্পিডস্টার নাহিদ রানা। 

ব্যাট হাতে এদিন ফরচুন বরিশালের সবাই ছিলেন ব্যর্থ। 

ফরচুন বরিশালের ফ্যানরা তাকিয়ে ছিল মাহমুদুল্লাহ’র দিকে। কিন্তু এবারো নাহিদ রানা মাহমুদুল্লাহ ফ্যানদের চোখে ধুলো উড়িয়ে দিয়ে স্টাম্প উপড়ে ফেলেন।

মোহাম্মদ নবি শেষদিকে প্রতিরোধের চেষ্টা করছিলেন। তবে নুরুল হাসান সোহানের দুর্দান্ত এক রান আউটে ২১ রান ফিরতে হয় তাকে।

১২৪ রানে গুটিয়ে যায় ফরচুন বরিশাল।

রংপুরের হয়ে খুশদিল শাহ ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। নাহিদ রানা ও ইফতিখার আহমেদ দু’টি করে উইকেট নেন। শেখ মেহেদি এদিন বল হাতে খুব বেশি সুবিধা করতে পারেননি। ৩ ওভারে ৩৩ রান দিয়ে নিয়েছেন ১টি উইকেট।


রংপুর রাইডার্সের হয়ে বিপিএল অভিষেক ঘটে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিমের। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী সতীর্থ ইকবাল হোসেন ইমনের বলে বিপিএল অভিষেকেই গোল্ডেন ডাক মারেন আজিজুল হাকিম তামিম। দুজনেরই এদিন বিপিএল অভিষেক ঘটে। 

সেই ওভারেই আরেকটা ডাক উপহার দেন ইমন। এবার তার শিকার তৌফিক খান।

তবে সেখানেই শেষ স্বল্প পুঁজিতে বরিশালের জয়ের স্বপ্ন। আর কোন উইকেট না হারিয়েই, তৃতীয় উইকেট জুটিতে ১১৩ রান তুলে ৫ ওভার হাতে রেখে হ্যাটট্রিক জয় তুলে নেয় রংপুর।

ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস ৪ চার ও ৩ ছক্কায় অপরাজিত থাকেন ফিফটি থেকে মাত্র ১ রান দূরে। ৪৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬২ রান করে ম্যাচসেরা হন সাইফ হাসান। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.