× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাহফুজা কিরণের আলোচনায় অংশ নেয়নি দেশের তিন শীর্ষ ক্লাব

জারিন বিনতে জসিম

০৫ জানুয়ারি ২০২৫, ২২:০২ পিএম । আপডেটঃ ০৫ জানুয়ারি ২০২৫, ২২:০৩ পিএম

ছবিঃ নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।

এশিয়া কাপের দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পরেও কেন নারী ফুটবলাররা পিছিয়ে রয়েছেন এবং কি বেহাল দশার মধ্যে দিয়ে যাচ্ছেন বাংলাদেশ মহিলা ফুটবল দল। এক যুগে যে মোট ছয়বার আয়োজিত হয়েছে নারী ফুটবল লিগ; অধারাবাহিকতা তো আছে সেই সঙ্গে মান নিয়েও বারবারই উঠেছে  নানান প্রশ্ন।

এর পরিপ্রেক্ষিতে বাফুফে নারী লিগের মান উন্নয়ন নিয়ে আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাবের পাশাপাশি গত নারী লিগে অংশ নেয়া দলগুলোর সঙ্গে বৈঠক বসেছিল।

বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ গণমাধ্যমে বলেছেন, ‘ক্লাবগুলোর আলোচনার প্রেক্ষিতে খেলোয়াড়দের পুল করার বিষয়টি এসেছে। এতে দলগুলো প্রায় সমশক্তির এবং প্রতিদ্বন্দ্বীতার মান বাড়বে।’ জানা যায়, নব্বইয়ের দশকে পুরুষ ফুটবলে পুল প্রথায় অনেক তারকা ফুটবলার পাননি প্রাপ্য সম্মানি; আবার দলও পাননি অনেকে-এমন ঘটনাও ঘটেছে। 

যেহেতু উইমেন্স লিগ প্রতি বছর করা হচ্ছে কিন্তু আমাদের লিঙ্গ কিভাবে স্ট্রং না। যদি স্ট্রং করতে হয় দেশের টপ ক্লাব গুলো নিয়ে করতে হবে সেই কারণে আজকে আমরা এই মিটিং টা আয়জন করেছি।

ফিফার যে সংজ্ঞা রয়েছে তা পূর্ণ  করতে হবে। আমাদের কে ৬ মাস লিগের খেলা রাখতে হবে সাথে  ৯০ টা ম্যাচ খেলতে হবে ।

এই সব কিছু  মিলিয়ে এই বছরে লিগ টা সাজাতে চাচ্ছিলাম। সে কারণে টপ ১০ টা ক্লাবকে ডেকেছি। এবং আমাদের একজেস্টিং ক্লাব গুলো কে ডেকেছি। এবং তাদের সাথে কথা বলে ক্লাবগুলোর সুবিধা-অসুবিধার কথা গুলো জানবো। এবং ফেডারেশন থেকে কি সাপোর্ট চাচ্ছে মূলত এগুলোই আমরা জানতে চাচ্ছি।

মূলত এটাই ছিল আজকের মত বিনিময় সভা। ব্রাদার্স ইউনিয়ন, চিটাগাং আবাহনী, ফরাশগঞ্জ, বাংলাদেশ পুলিশ, রহমতগঞ্জ অলরেডি আমাদের পাঁচটা ক্লাব উপস্থিত রয়েছেন। কিছু টিম আছে যারা আগ্রহী কিন্তু আর্থিকভাবে সমস্যায় রয়েছে। এবং ছয় মাস একটি ন্যাশনাল ক্যাম্প করতে গেলে আর্থিক একটা সমস্যায় পড়বে।

আমার জানা মতে বসুন্ধরা আর আবহানী মতো মেয়ে দের থাকার নেই । অন্য সবাই বাড়ি ভাড়া করে রাখেন। তাই তারা ফেডারেশনের কাছ থেকে একটি আর্থিক সহায়তা চেয়েছেন। ওয়ার্ল্ড ফুটবলে টিকে থাকতে চাইলে ফিফার গাইডলানে আপনাকে মেনে চলতে হবে। এবং ফিফার রেজিস্ট্রেশন আপনাকে করতে হবে। 

সেই জন্য ফিফা যত টাকা দিক সেটার উপর নির্ভর করলে আগাতে পারবো না। কারন ফিফা যে টাকা দিবে সেটা একটা ক্লাব চালানোর টাকা। আজকে যেহেতু আমাদের প্রথম মতবিনিময় এরপরের বার আমার আবার একটা মিটিং করবো যেখানে প্রেসিডেন্ট মার্কেটিং টিমের সবাই থাকবে তার পরে আমরা সিদ্বান্ত নিবো। আমরা লিগ টা কবে শুরু করবো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.