টানা তিন ম্যাচে পরাজয়ের শিকার হয়েছে ঢাকা ক্যাপিটালস। এর মধ্যেই দলের হার্ডহিটার ব্যাটার সাব্বির রহমানের অনুপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে তার ভক্তরা বিষয়টি নিয়ে সরব। তবে এবার জানা গেল আসল কারণ—শৃঙ্খলাভঙ্গের দায়ে একাদশ থেকে বাদ পড়েছেন তিনি। দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গ্রাউন্ডে অনুশীলন শেষে সুজন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ট্রেনিংয়ে অনুপস্থিত থাকায় সাব্বিরকে একাদশে রাখা হয়নি।
সুজন বলেন,"সাব্বির দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের মাঝে অনুশীলনে আসেনি। টিম ডিসিপ্লিনের বিষয় ছিল, তাই তাকে খেলানো হয়নি। ১ তারিখের অনুশীলনে না আসার কারণে সে একাদশের বাইরে ছিল। এটি পুরোপুরি ডিসিপ্লিনারি ইস্যু।"
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার প্রসঙ্গে সুজন বলেন, "অনেকেই ভেতরের বিষয় জানেন না, তাই মন্তব্য করা সহজ। এখানে আমার একার কোনো সিদ্ধান্ত ছিল না। অধিনায়কও দলে আছেন, তারও বলার অনেক কিছু থাকে। ট্রেনিংয়ের বিষয়গুলো গুরুত্বপূর্ণ।"
তিন ম্যাচ বসানোর পর এবার সাব্বিরের শাস্তি প্রত্যাহার করতে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস। সুজন আশা করছেন, রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে তিনি একাদশে ফিরবেন।
সুজন আরও বলেন , "সাব্বির ভালো ক্রিকেটার। আশা করি, আগামী ম্যাচ থেকে ওকে খেলাতে পারব এবং সে তার সেরাটা দেবে। মিডল অর্ডারে একজন অভিজ্ঞ ব্যাটারের প্রয়োজন, আর সাব্বিরের অন্তর্ভুক্তি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে।"