বছর শুরু হতে না হতেই মাঠে ফিরছে বাঘিনীরা। চলতি মাসেই টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ টাইগ্রেসরা। আসন্ন এই সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে লড়বে। বাংলাদেশ নারী দল আগামী ১৪ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ফ্লাইট ছাড়বে।
ছবিঃ সংগৃহীত
১৯ জানুয়ারি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ২১ জানুয়ারি। এরপর দুই দিন বিরতি নিয়ে সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে হবে ২৪ জানুয়ারি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসে।
উল্লেখ্য, আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে দুই দলের জন্যই এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ। কারণ এই ওয়ানডে সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশ স্কোয়াড-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, লতা মন্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার।