× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেহেদি হাসান মিরাজের জন্য সব সময় ব্যাট বানাতে চাই- আফতাব শাহিন

জারিন বিনতে জসিম।

০৭ জানুয়ারি ২০২৫, ১৫:৪২ পিএম । আপডেটঃ ০৭ জানুয়ারি ২০২৫, ১৫:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

ক্রিকেটার হয়েছে এই কথা তো আজকাল হরহামেশা অনেকের মুখে শোনা যায়। তবে ক্রিকেটের আসল হাতিয়ার বানানোর  ডক্টর কে সে বিষয়ে জানার আগ্রহ থাকে অনেক ক্রিকেটপ্রেমীর।

রাজশাহী নগরীর ছেলে আফতাব শাহিন। ছেলেবেলায় ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার গড়ার স্বপ্ন বুনেছিলেন। একবার ২০০১ সালে জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব-১৫ দলের প্রাথমিক তালিকায় ডাকও পেয়েছিলেন আফতাব শাহিন । কিন্তু বয়স বেশি হওয়ায় অনূর্ধ্ব-১৫ দলে আর রাখা হয়নি তাকে। এরপর পেশাদার ক্রিকেটার আর হতে পারেননি। তাই ক্রিকেট ব্যাট নিয়ে মনের কুঠুরিতে জমা ছিল কাজ করার অদম্য ইচ্ছা। সেজন্য কারিগরি শিক্ষার কোর্সে কাঠ নিয়ে দুই বছর পড়াশোনাও করেছেন শাহিন। আর ব্যাট মেরামতের কাজ তখন থেকেই শুরু শাহিনের।

বাংলাদেশের ক্রিকেটার ছাড়াও  ভারত , যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্স জাতীয় দলের অনেক ক্রিকেটারের ব্যাট তৈরির কাজও পেয়েছেন শাহিন।

এবারের বিপিএলের কারা ব্যাট নিচ্ছে শাহিন থেকে ? সেই বিষয়ে জানতে চাইলে উত্তরে বলেন, বিপিএলে আলোচনায় এসেছেন রাকিম কর্ণওয়ালের প্রায় আড়াই কেজি ওজনের ব্যাট তৈরি করে । তবে রাকিম কর্নও‍য়াল ছাড়াও এবারের বিপিএলে ব্যাট পেয়েছেন মোহাম্মদ মিঠুন, তুষার খান , সাইফ উদ্দিন, মেহেদি হাসান মিরাজ । 

বিপিএল ছাড়াও যদি কারো ব্যাট সব সময় নিজে বানাতে চান তবে সেই পছন্দের প্লেয়ার টি কে হতে পারে জানতে চাইলে কিছুটা হাসি মুখ নিয়ে শাহিন বলেন, তার পছন্দের খেলোয়াড় মেহেদি হাসান মিরাজ। তার জন্য সে সব সময় ব্যাট বানাতে চায় । 

শাহিনের স্বপ্ন ভারত-পাকিস্তানে তৈরি ব্যাটের সঙ্গে পাল্লা দেবে এমকেএস স্পোর্টসের ব্যাট। ভালো ব্যাট তৈরি করে সেই সুনাম অর্জন করতে চান আফতাব শাহিন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.