শিরোনাম দেখে
অনেকেই বিভ্রান্ত হতে পারেন, এটা কি ফুটবল ম্যাচের স্কোর? তবে যারা বাংলাদেশ প্রিমিয়ার
লিগ বিপিএল ২০২৫ এর এবারের আসরের খেলার খবর নিয়মিত রাখছেন তারাই এই শিরোনামের মর্মার্থ
বুঝবেন। আজ ঢাকা ক্যাপিটালস কে ৭ উইকেটে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স।
এদিকে ঢাকঢোল পিটিয়ে বিপিএল শুরু করা শাকিব খানের ঢাকা ক্যাপিটালস, ভক্তদের টানা একহালি
হার উপহার দিল। কে জানে কবে আবার আন্দোলন শুরু হয়, 'রংপুর রাইডার্সের জয়রথ থামান'!
একদিকে চলছে রংপুর রাইডার্সের জয়রথ, আরেকদিকে ঢাকা ক্যাপিটালস হারের বৃত্ত থেকে বের হতে পারছে না। হারজিতের এই মিছিলের ধারাবাহিকতার সঙ্গে চলমান রয়েছে লিটন দাসের ব্যাটিং ব্যর্থতার মিছিলও।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১১ রান তুলতে সমর্থ হয় ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররা। সর্বোচ্চ ২০ রান করেছিলেন তানজিদ হাসান তামিম। এদিন এই ওপেনার তিনে ব্যাট করতে নেমেছিলেন। ইফতিখার আহমেদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।
দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ইংলিশ ওপেনার জেসন রয়ের ব্যাট থেকে ১২ বলে ১৮ রানের সম্ভাবনাময় জাহানিয়া ইনিংস খেলে শেখ মেহেদি হাসানের বলে বোল্ড হন এই হার্ডহিটার।
তৃতীয় সর্বোচ্চ রান আসে 'মিস্টার এক্স্ট্রা'র তরফ থেকে, ১৭ রান। তবে শেষদিকে আলাউদ্দিন বাবুর ১৬ রানে ১০০ পেরোনো সংগ্রহ পায় ঢাকা ক্যাপিটালস। ১১১ রানে যখন ঢাকার ইনিংস থামে তখনো প্রায় চার ওভার হাতে ছিল।
ও হ্যাঁ, অবশেষে আজকে একাদশে জায়গা পেয়েছিলেন বিখ্যাত (!) সাব্বির রহমান। মাত্র ২ রান করতে পেরেছেন তিনি। তবে বহুদিন পর স্বীকৃত খেলায় ফিরেছেন তিনি দেখা যাক সামনে কি আছে তার ভাগ্যে।
রংপুরের হয়ে ২১ রান খরচায় ৩ উইকেট নেন নাহিদ রানা। আকিফ জাভেদ ও খুশদিল শাহ নিয়েছেন দু'টি করে উইকেট।
মাত্র ১১২ রানের লক্ষ্যে খেলতে নেমে একদমই বেগ পেতে হয়নি রংপুর রাইডার্সের। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস ২৭ রানে ৪৪ রান করে জয়ের ভিত গড়ে দেন।
৫ এ ব্যাট করতে নেমে খুশদিল শাহ ১৩ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৭ রান করে ৬ ওভার ৪ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে ভেড়ান।
চমৎকার অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কারটা খুশদিল শাহ'র প্রাপ্য ছিল।
তবে ২১ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়ে সেটা ছিনিয়ে নেন নাহিদ রানা।