× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লিভারপুল কিনতে আগ্রহী ইলন মাস্ক!

স্পোর্টস ডেস্ক।

০৮ জানুয়ারি ২০২৫, ১৫:৪৯ পিএম । আপডেটঃ ০৮ জানুয়ারি ২০২৫, ১৫:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত

ইলন মাস্ক, বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে একজন। তিনি চাইলেই পুরো বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে আসতে পারবেন। তিনি মহাকাশ সংস্থা স্পেস এক্স ও ইলেক্ট্রনিক গাড়ির সংস্থা টেসলার প্রধান কর্মকর্তা। 

এছাড়া, তিনি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (টুইটার)- এরও মালিক। তবে এবার ইলন মাস্ক ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভার পুল কিনার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি প্রিমিয়ার লিগে বিনিয়োগ করতে চান। এমনটাই জানিয়েছেন তাঁর বাবা এরল মাস্ক।


টাইমস রেডিওকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি (এরল মাস্ক) বলেন, লিভারপুল কিনতে চাওয়ার ইচ্ছা দেখিয়েছে ইলন। তবে কিনছেই যে, তা এখনও নিশ্চিত নয়। যেকোনও ব্যক্তিই চাইবে লিভারপুলের মালিকানা নিতে। তবে এর বেশি কিছু বলা সম্ভব নয় তা হলে দর বাড়িয়ে দেবে বাকিরা। এই ঘটনা সত্যি হলে আমূল পরিবর্তন আসতে পারে লিভারপুল ক্লাবের পরিকাঠামো এবং সমগ্র প্রিমিয়ার লিগের গঠনেই।


ইলন মাস্কের বাবা এরল মাস্ক

ছবিঃ এরল মাস্ক

বর্তমানে এফএসজি গ্রুপের কাছে লিভারপুলের মালিকানা আছে। তবে এ ব্যাপারে তাদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। কেন লিভারপুলকেই বেছে নিয়েছেন মাস্ক, তা নিয়ে জানিয়েছেন তার বাবা। 


এরল মাস্ক বলেন, লিভারপুলেই জন্ম হয় ইলনের ঠাকুমার, ওই শহরে অনেক আত্মীয় আছেন আমাদের। পরিবারের অনেকেই লিভারপুলের বিখ্যাত ব্যান্ড ‘দ্য বিটলস’-এর সঙ্গে যুক্ত ছিলেন। তাই পারিবারিক সূত্রেই আমরা জড়িয়ে লিভারপুলের সঙ্গে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.