× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবশেষে দায়িত্ব ছাড়ছেন ফ্রান্সের ফুটবল কোচ দেশমস

স্পোর্টস ডেস্ক।

০৮ জানুয়ারি ২০২৫, ২১:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের পর বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন ফ্রান্স ফুটবল দলে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা কোচ দিদিয়ের দেশমস। ফ্রান্সের ফুটবল ফেডারেশন জানিয়েছে তিনি ২০২৬ সালের পর আর চুক্তি নবায়ন করবেন না।

বার্তা সংস্থা রয়টার্স এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। আগামী বিশ্বকাপে ফ্রান্স কোয়ালিফাই হলে দেশমসের বর্তমান চুক্তি ২০২৬ বিশ্বকাপের পর পর্যন্তই।


দেশমস দিদিয়ের ২০১২ সালে ফ্রান্সের দায়িত্ব পান। তাঁর দায়িত্বেই ২০১৮ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। এর আগে ২০১৬ সালে ঘরের মাঠে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে। এরপর ২০২২ সালে সাবেক অধিনায়কের হাত ধরে আবারও বিশ্বকাপের ফাইনাল খেলে ফ্রান্স। অবশ্য আর্জেন্টিনার কাছে পেনাল্টি শুটআউটে হেরে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে পরে। 


গতকাল (৭ জানুয়ারি) ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানায়, আজ (৮ জানুয়ারি) দেশমস নিজেই এ ব্যাপারে ঘোষণা করবেন।


এর আগে ফরাসি ফুটবল প্রধান ফিলিপে দিয়ালো রয়টার্সকে বলেছেন, বিশ্বকাপের পর আর থাকতে রাজি নন দেশমস। ২০২৬ সালে মেয়াদের পর সে চলে যাবে।


দেশমস ফ্রান্সের কোচ হওয়ার আগে যে কয়টি ক্লাবের কোচ ছিলেন, প্রতিটিতেই ট্রফি জিতেছেন। ফ্রান্সের কোচ হয়ে ২০২১ সালে নেশন্স লিগও জিতেছেন তিনি। খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে জিতেছেন বিশ্বকাপ। তার পর ২০০০ সালে ইউরো। ওই দুই আসরেই অধিনায়ক ছিলেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.