× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজ বাংলাদেশের ‘প্রথম' টেস্ট জয়ের ২০ বছর পূর্তি

স্পোর্টস ডেস্ক।

১০ জানুয়ারি ২০২৫, ১৫:০৩ পিএম । আপডেটঃ ১০ জানুয়ারি ২০২৫, ১৫:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

২০০৫ সালের আজকের এই দিনে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মত জয় তুলে নেয় বাংলাদেশ। দুই দশক আগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ২২৬ রানে হারিয়েছিল টাইগাররা। আজ (১০ জানুয়ারি) ঐতিহাসিক সেই জয়ের ২০ বছর পূর্তি।

ক্রিকেটপ্রেমীদের মনে থাকার কথা। ঐতিহাসিক সেই টিমে ছিল জাভেদ ওমর বেলিম, নাফিস ইকবাল, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ, আফতাব আহমেদ, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা, তাপশ বৈশ্য এবং এনামুল হক জুনিয়র।

নামগুলো দেখেই অনেকেই নস্টালজিয়ায় হারিয়ে যাবেন। তৎকালীন কোচ ডেভ হোয়াটমোরের নিজ হাতে গড়া এই টিমের হাত ধরেই টেস্ট স্ট্যাটাস পাওয়ার ৫ বছরের মাথায় প্রথম জয় পায় বাংলাদেশ।

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪৮৮ রান। হাবিবুল বাশার সুমন করেছিলেন ৯৪। রাজিন সালেহ ৮৯। মোহাম্মদ রফিক করেছিলেন ৬৯। ওপেনিংয়ে নেমে ৫৬ রান করেছিলেন নাফিস ইকবাল। শেষদিকে মাশরাফি ঝড়ে ৪৮৮ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ।  

জয়ের জন্য জিম্বাবুয়ের জন্য চতুর্থ ইনিংসে করতে হত ৩৮১ রান। এনামুল হক জুনিয়রের বোলিং তান্ডবে ১৫৪ রানে জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে গেলে প্রথমবারের মত টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

৪৫ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছিলেন ১৮ বছর বয়সি বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছরে এসেও বাংলাদেশের খেলায় তেমন একটা উন্নতি হয়নি। তবে এরই মধ্যে বড় বড় দলগুলোকে হারিয়েছে। তবে তৎকালীন অবস্থা বিবেচনায় বর্তমানে ক্রিকেটাররা যে পরিমাণ সুযোগ সুবিধা পান তাতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ আরও এগিয়ে যাবে সেই আশাতেই থাকেন ভক্তরা। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.