× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিদায় তামিম ইকবাল!

স্পোর্টস ডেস্ক।

১১ জানুয়ারি ২০২৫, ০০:২০ এএম । আপডেটঃ ১১ জানুয়ারি ২০২৫, ০০:২০ এএম

ছবিঃ সংগৃহীত।

১৭ বছর বয়সে ডাউন দা উইকেটে এসে জহির খানের বলে ছক্কা হাঁকিয়েছিলেন ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে। তামিম ইকবাল খান। মাস কয়েক আগে সংবাদ সম্মেলনে এসে অশ্রুসিক্ত চোখে বিদায় জানিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। তবে কে চেষ্টা করেননি তামিমকে দলে ফেরাতে? ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এখনও স্কোয়াড ঘোষণা করেনি বিসিবি। তাই খেলবেন কিনা জানাতে সর্বশেষ কিছু সময় চেয়ে নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ভক্তদের বুকে শেল বিঁধিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের আনুষ্ঠানিক ইতি টানলেন বাংদেশের ক্রিকেটের প্রিন্স তামিম ইকবাল খান। 

গতকাল (১০ জানুয়ারি) তাঁর ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।  

ওই পোস্টে তিনি লিখেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। 

তিনি আরও লিখেন, এটা অবশ্য আগেও চাইনি। চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি। যদিও অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে, আমিই নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি। কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই, এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে, তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই। তার পরও অযথা আলোচনা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি। এখন মনে হয়েছে, সময়টা এসে গেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই আমাকে ফেরার জন্য বলেছে। নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। আমাকে এখনও উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে আমি নিজের মনের কথা শুনেছি।

পোস্টের শেষে তামিম লিখেন, ২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, আমার জন্য তা বড় ধাক্কা ছিল, যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি। তার পরও আমি যেখানেই গিয়েছি, ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন, আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনও আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে, বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়।

ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, ‘তুমি যেদিন বড় হবে, সেদিন বাবাকে বুঝতে পারবে।’ 

বিষয় : তামিম খান

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.