নিজেদের প্রথম
ম্যাচে হারার পর টানা চার ম্যাচ জিতে উড়ছিল চিটাগাং কিংস। তবে গতকালই সাগরিকায় উড়তে
থাকা কিংসদের মাটিতে নামিয়ে আনে রংপুর রাইডার্স। আজ (১৯ জানুয়ারি) নিজেদের মাঠে টানা
দ্বিতীয় হারের দেখা পেলো চিটাগাং কিংস। ফরচুন বরিশালের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে চিটাগাং
কিংসের ব্যাটাররা স্কোরবোর্ডে কোনমতে ১২১ রান তুলতে সমর্থ হয়। ১২২ রানের মামুলি টার্গেটে
ব্যট করতে নেমে ৩ ওভারের বেশি বল হাতে রেখেই ৬ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল।
টসে জিতে
আগে বোলিং করার সিদ্ধান্ত নেন তামিম ইকবাল খান।
ক্যাপ্টেনের
সিদ্ধান্তকে সালাম জানিয়ে পাওয়ারপ্লে'র ৬ ওভারেই চিটাগাং কিংসের ৫ ব্যাটারকে সাজঘরে
পাঠান দুই পেসার ফাহিম আশরাফ এবং রিপন মন্ডল।
৬ ওভারে ৩৯
রানে ৫ উইকেট হারিয়ে খাবি খেতে থাকা দলকে টেনে তোলার চেষ্টা করেন ক্যাপ্টেন মোহাম্মদ
মিথুন। ৩৪ বলে ৩৫ রান করে তানভির ইসলামের বলে মাহমুদুল্লাহ'র হাতে ক্যাচ তুলে বিদায়
নেন মিথুন।

শেষদিকে ব্যাট
হাতে আরাফাত সানি ২৭ রানে অপরাজিত থাকলে মান বাঁচানো সংগ্রহ পায় চিটাগাং কিংস।
পাকিস্তানি
অলরাউন্ডার ফাহিম আশরাফ মাত্রও ১২ রান দিয়ে ৩ উইকেট নেন। ২৩ রান দিয়ে ৩ টি উইকেট নিয়েছেন
রিপন মন্ডলও।
১২২ রানের
মামুলি লক্ষ তাঁড়ায় শুরুতে হোঁচট খায় ফরচুন বরিশাল। দলীয় ৫৩ রানের মাথায় সাজঘরে তামিম
ইকবাল, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ।

এরপর আর কোনো
বাঁধা ছাড়াই জয়ের বন্দরে ভেড়ে বরিশালের লঞ্চ। ডেভিড মালান এবং মোহাম্মদ নবী'র অপরাজিত
৬৯ রানের জুটিতে ১৯ বল হাতে রেখেই ৬ উইকেটের সহজ জয় পায় ফরচুন বরিশাল।

ওপেনিংয়ে
নেমে শেষ পর্যন্ত দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন মালান। তার ৪১ বল খেলে ৫৬ রানের ইনিংসে
৩টি চারের সঙ্গে ছিল দু'টি ছক্কা।
মোহাম্মদ
নবী অপরাজিত থাকেন ২৬ রানে।
চিটাগাং কিংসের
হয়ে দু'টি উইকেট নিয়েছেন খালেদ আহমেদ।
৫৬ রানের
অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন, ইংলিশ ওপেনার ডেভিড মালান।
