আজ (২০ জানুয়ারি)
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বিপিএলের এবারের আসরে আরও একটি ম্যাচের নিষ্পত্তি
হল শেষ ওভারে। ঢাকা ক্যাপিটালসের ছুঁড়ে দেওয়া ১৯৭ রানের টার্গেটে শেষ ওভারে ১৬ রান
নিয়েও শেষ পর্যন্ত ৬ রানে হেরে যায় সিলেট স্ট্রাইকার্স।
টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন থিসারা পেরেরা।

ঝড়ো ব্যাটিংয়ে শুরুটা ভাল করলেও ইনিংস বড় করার আগেই ১৬ বলে ২২ রান করে ফিরে যান তানজিদ হাসান তামিম।
বিপিএলে অভিষেক ম্যাচে বিপিএল ক্যারিয়ারের প্রথম উইকেট তুলে নেন বাঁহাতি স্পিনার টিপু সুলতান।

সিলেটের ক্যাপ্টেন আরিফুল হকের এক দুর্দান্ত ক্যাচে ধরা পড়েন তানজিদ হাসান তামিম।

পঞ্চম উইকেট জুটিতে ৮১ রান তোলেন থিসারা পেরেরা এবং লিটন দাস। ৪৮ বল খেলে ৪ চার এবং চার ছক্কায় করেন ৭০ রান। আর থিসারা পেরেরা ৩ চার এবং ৩ ছক্কায় ১৭ বলে ৩৭ রান করেন।

এতে ৬ উইকেটে ১৯৬ রানের পুঁজি পায় ঢাকা।
সিলেটের হয়ে টিপু সিলতান এবং সামিউল্লাহ শিনওয়ারি যথাক্রমে ২৬ এবং ২৭ রান খরচায় ২টি করে উইকেট তুলে নিয়েছেন।
১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩২ রানে দুই উইকেট হারায় সিলেট স্ট্রাইকার্স। তৃতীয় উইকেট জুটিতে ৮০ রান তোলেন রনি তালুকদার এবং অ্যারন জোন্স।

রনি তালুকদার ৪৪ বলে ৯ বাউন্ডারি তে করেন ৬৮ রান। থিসারা পেরেরার বলে বোল্ড হন বিপিএল ক্যারিয়ারে ১১তম অর্ধশতক তুলে নেয়া এই ওপেনার।

অ্যারন জোন্স ও থিসারা পেরেরার বলে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নিলে। ক্রিজে আসেন জাকের আলি অনিক এবং ক্যাপ্টেন আরিফুল হক।

এই দুজনের একের পর বাউন্ডারিতে ঢাকা ক্যাপিটালস থেকে ম্যাচ ছিনিয়ে নেবে সিলেট স্ট্রাইকার্স এমনটাই দেখা যাচ্ছিল। ১৯তম ওভারের প্রথম ৩ বলে ৩টি বাউন্ডারি আদায় করে নেন জাকের আলি অনিক। তবে দরকার ছিল ছক্কা। সেই আশায় মুকিদুলের বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন জাকের আলি অনিক।
শেষ ওভারে বল করতে আসেন ডেথ ওভারের আতঙ্ক মুস্তাফিজুর রহমান।

প্রথম বলে ছক্কা হাঁকান শিনওয়ারি। দ্বিতীয় বলে ওয়াইড দেন মুস্তাফিজ। বৈধ দ্বিতীয় বলে আবারও বল সীমানা ছাড়া করেন শিনওয়ারি। তৃতীয় বলে দুই ব্যাটার প্রান্ত বদল করলে তিন বলে সিলেটের দরকার হয় ১১ রান। শেষ ওভারের চতুর্থ বলে ক্যাপ্টেন আরিফুল হককে কট এন্ড বোল্ড করে মুস্তাফিজুর রহমান ঢাকার জয় নিশ্চিত করেন।
ব্যাট হাতে ৩৭ রান, বল হাতে ২ উইকেট এবং খালি হাতে ২ ক্যাচ নিয়ে ম্যাচসেরা হন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা।
এদিন চতুর্থ বোলার হিসেবে বিপিএল ক্যারিয়ারে শততম উইকেটের মাইলফলক পূরণ করেন মুস্তাফিজুর রহমান।
