× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টুর্নামেন্টের মাঝপথে হঠাৎ অধিনায়কত্ব হারালেন এনামুল হক বিজয়

ডেস্ক রিপোর্ট।

২০ জানুয়ারি ২০২৫, ১৯:০৮ পিএম । আপডেটঃ ২০ জানুয়ারি ২০২৫, ১৯:২২ পিএম

এনামুল হক বিজয়। ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রাম পর্বের শুরু থেকেই আলোচনায় রয়েছে দুর্বার রাজশাহী। পেমেন্ট সংক্রান্ত জটিলতায় অনুশীলন বয়কট করেছিল দলটির ক্রিকেটাররা। সেই সংকট কাটতে না কাটতেই অধিনায়কত্ব হারালেন এনামুল হক বিজয়। অথচ আগের দিনই দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন তিনি। তার জায়গায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসকিন আহমেদ।

আজ (২০ জানুয়ারি) এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিবৃতিতে বলা হয়েছে, "ব্যাটিংয়ে আরও মনোযোগী হতে এনামুল হক বিজয়ের কাঁধ থেকে অধিনায়কত্বের দায়িত্ব সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাকি অংশের জন্য তাসকিন আহমেদকে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।"

ফর্মের শীর্ষে থাকা বিজয় এখন পর্যন্ত ৮ ম্যাচে ৩২৪ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। সর্বশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৫৭ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়েন বিজয়।

এ প্রসঙ্গে রাজশাহী ম্যানেজমেন্ট জানিয়েছে, "আমরা চাই বিজয় অধিনায়কত্বের চাপমুক্ত হয়ে ব্যাটিংয়ে পুরোপুরি মনোযোগ দিক। এতে তিনি মানসিকভাবে আরও চাঙা হয়ে দলকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।"

নতুন অধিনায়ক তাসকিন আহমেদের দুর্দান্ত ফর্মের ওপর ভরসা রাখছে রাজশাহী। তিনি ইতিমধ্যেই ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের শীর্ষ উইকেট শিকারীর তালিকায় রয়েছেন।

বিষয় : বিপিএল

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.