× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জ্যোতির ফিফটির পর স্পিন ম্যাজিকে বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখল টাইগ্রেসরা

স্পোর্টস ডেস্ক।

২২ জানুয়ারি ২০২৫, ১০:২২ এএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৬০ রানে জয়লাভ করেছে। লো স্কোরিং এই ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ৬৮ রানের ইনিংস এবং বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এই জয় সম্ভব হয়েছে। এই জয়ে বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে টিকে রইল টাইগ্রেসরা।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে টাইগ্রেসরা। বাংলাদেশের ইনিংসে অধিনায়ক জ্যোতি ছাড়া অন্য কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি। সোবহানা মোশতারি এবং স্বর্ণা আক্তার ছাড়া আর কেউই ২০ এর ওপর রান তুলতে পারেননি। জ্যোতির দৃঢ় সংকল্প এবং ধৈর্যের ফলে ১৮৪ তুলতে সক্ষম হয় বাংলাদেশ

ক্যারিবীয় বোলারদের মধ্যে কারিশমা রামহারাক ৩৩ রান খরচায় ৪ টাইগ্রেস ব্যাটারদের সাজঘরে পাঠিয়েছেন। 

জবাব দিতে নেমে মাত্রও ১২৪ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয় মেয়েরা। স্বল্প পুঁজির লড়াইয়ে বাংলাদেশের বোলাররা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের শুরু থেকেই চাপে রেখেছিল। নাহিদা আক্তার ৩টি উইকেট নিয়ে দলের সবচেয়ে সফল বোলার ছিলেন। রাবেয়া খান এবং ফাহিমা খাতুনও দুটি করে উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেছেন। পেসার মারুফাও দুটি উইকেট পেয়েছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শেমেইন ক্যাম্পবেল সর্বোচ্চ ২৮ রান করেছেন। অধিনায়ক হেইলি ম্যাথিউস ১৬ রানে আউট হয়েছেন। শেষদিকে শেরি অ্যান-ফ্রেজার এবং কারিশমা রামহারাকের ব্যাট থেকে কিছুটা লড়াই দেখা গেলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

১০ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন নাহিদা আক্তার।

এই জয়ের ফলে বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপের মূল পর্বে সরসরি খেলার আশা বাঁচিয়ে রেখেছে। সিরিজের শেষ ম্যাচে জিতলেই তারা সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.