× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে ইয়াং টাইগ্রেসরা

স্পোর্টস ডেস্ক।

২২ জানুয়ারি ২০২৫, ১৩:২৪ পিএম । আপডেটঃ ২২ জানুয়ারি ২০২৫, ১৩:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল তাদের দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে আজ স্কটল্যান্ডকে ১৮ রানে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্স পর্বে জায়গা করে নিয়েছে।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা শুরু থেকেই দারুণ খেলেছে। প্রথম ম্যাচে নেপালকে বড় ব্যবধানে হারিয়ে দলের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে অল্পের জন্য হারাতে পারেনি ইয়াং টাইগ্রেসরা।

আজ (২২ জানুয়ারি) মালয়শিয়ার বাঙ্গিতে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

টপ অর্ডারে ফাহমিদা ছোঁয়া ১৪ এবং জুয়াইরিয়া ফেরদৌস ২০ রান করে দলকে ভাল শুরু এনে দেন। আফিয়া আশিমা ইরাও ১৯ বলে ২১ রান করে দলের স্কোর বাড়াতে সাহায্য করেন। বাংলাদেশের অধিনায়ক সুমাইয়া আক্তার ৩৬ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে উইকেট হারিয়ে ১২০ রান করে।

স্কটল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন নাঈমা শেখ এবং মাইসি মাসিয়ারা।

১২১ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামা স্কটল্যান্ডের শুরু ভালো হয়নি। তবে পিপা স্প্রৌল এবং অধিনায়ক নিয়ামহ মুইরের জুটি দলকে কিছুটা সামলে তোলে। মুইর ৩২ বলে ২২ রান করে হাবিবা পিংকির শিকার হন। এরপর পিপা স্প্রৌলও আউট হয়ে গেলে দ্রুতই ১০৩ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ডের ইনিংস।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন আনিসা আক্তার সোবা। ছাড়া ১টি করে উইকেট পেয়েছেন হাবিবা ইসলাম পিংকি এবং নিশিতা আক্তার নিশি।

২৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন, লেগস্পিনার আনিসা আক্তার সোবা।

এই জয়ের ফলে বাংলাদেশের মেয়েরা সুপার সিক্সে জায়গা করে নিয়েছে। এখন তাদের লক্ষ্য হবে সুপার সিক্সে ভালো করে খেলে সেমিফাইনালে ওঠা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.