বিপিএলে-২০১৯ এ নিজের প্রথম আসরেই প্রশ্নবিদ্ধ হয়েছিলো আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন। এরপর অ্যাকশনের পরীক্ষায় ত্রুটি ধরা পড়ার পর তার বোলিং নিষিদ্ধ হয়েছিলো। এই অফ স্পিনার অ্যাকশন শুধরে খেলায় ফিরলেও আবারও একই কারণে প্রশ্নের মুখে পড়লেন।
তাঁর রিপোর্টেড হওয়ার খবর দিয়েছেন নির্বাচক হান্নান সরকার। ব্রডকাস্টার চ্যানেলে হান্নান বলেন, 'আলিসের বিষয়টা শেয়ার করতে পারি। তার বোলিং অ্যাকশন নিয়ে একটা রিপোর্ট কিন্তু জমা হয়েছে।'
আজ (২২ জানুয়ারি) চিটাগাং কিংস বোলিং অ্যাকশনে প্রশ্নবিদ্ধ হওয়া আলিসকে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দলে একাদশে রেখেছে। আলিসকে আগামী শিনিবার (২৫ জানুয়ারি) অ্যাকশনের পরীক্ষা দিতে হবে।
গত শুক্রবার (১৭ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে আলিসের এই বোলিং অ্যাকশন প্রশ্নের মুখে পড়ে। এই ব্যাপারে আম্পায়াররা রিপোর্ট জমা দিয়েছেন। চলমান বিপিএলে ৮ ম্যাচে ১১ উইকেট নিয়ে অবদান রাখেন আলিস।
বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান বলেন, 'কারো অ্যাকশন আম্পায়াররা সন্দেহ করে রিপোর্ট করলে তাকে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। সেই পরীক্ষা হবে ২৫ জানুয়ারি।'