আগামী ফেব্রুয়ারিতেই ৪০ বছর শেষ করে ৪১-এ পা রাখবেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর সমবয়সীরা অনেকেই অবসর নিয়ে নিয়েছে আবার কেউ কেউ কোচ হিসেবেও যুক্ত হয়েছেন। তবে ‘সিআর-সেভেন’ খ্যাত এই পর্তুগাল সুপারষ্টার এখনও তরুনদের সাথে মাঠে পাল্লা দিয়ে খেলে যাচ্ছেন।
গতকাল (২১ জানুয়ারি) সৌদি প্রো লিগে আল খালিজকে ৩-১ গোলে হারায় আল নাসের। ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসেরের জার্সিতে জোড়া গোল করে দলের জয়ে বড় অবদান রেখেছেন। এর সাথে নিজের ক্যারিয়ারের দারুন একটি মাইলফলকও গড়লেন। প্রথম দিকে আল নাসে গোলশূন্য থাকলেও ৬৫তম মিনিটে গোল দিয়ে দলকে এগিয়ে দেয় পর্তুগালের মহাতারকা রোনালদো।
এই গোলের মাধ্যমেই তিনি মাইলফলকটি গড়েন। আল নাসেরের হয়ে একশ গোলে সম্পৃক্ত (গোল ও অ্যাসিস্ট) রইলেন ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড। আল খালিজ ৮০তম মিনিটে পেনাল্টি থেকে সমতা টানে। পরের মিনিটেই আল নাসের ফের এগিয়ে যায় সুলতান আল-ঘানামের গোলে। আর বাড়তি সময়ের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। বক্সে সতীর্থের পাস পেয়ে ফাঁকা জালে বল পাঠান তিনি।
আল নাসেরের জার্সিতে ৯২ ম্যাচে রোনালদোর গোল হলো ৮৩টি। সঙ্গে ১৮টি অ্যাসিস্টও রয়েছে। তার ক্যারিয়ারে মোট গোল সংখ্যা হলো ৯১৯টি, হাজার গোলের স্বপ্ন থেকে আর ৮১টি দূরে।
বর্তমানে রোনালদো ১৫ ম্যাচে ১৩ গোল করে এই মৌসুমে সৌদি প্রো লিগের সর্বোচ্চ স্কোরার। ১৬ ম্যাচে ৯ জয় ও ৫ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে আল নাসর এখন তিনে। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে আল ইত্তিহাদ রয়েছে দুইয়ে এবং ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল হিলাল।