× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘আইসিসির সিদ্ধান্তই চূড়ান্ত’, পাকিস্তান ইস্যুতে বিসিসিআই সচিব

২২ জানুয়ারি ২০২৫, ১৯:০২ পিএম

ছবি: সংগৃহীত

নানা জল্পনা-কল্পনার পর শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই নতুন এক বিতর্কের জন্ম দিয়েছিল ভারত। তারা চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানের নাম নিজেদের জার্সিতে রাখতে চায়নি।


এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কঠোর প্রতিবাদ জানালে সাড়া দেয় আইসিসি। তাদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বিসিসিআই সিদ্ধান্ত পরিবর্তন করে এবং আয়োজক দেশের নাম জার্সিতে রাখার নিয়ম মেনে নেয়।


ভারতের ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ-কে বিসিসিআইয়ের নবনিযুক্ত সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, “আইসিসি যা বলবে, আমরা তা মেনে নেব। তাদের নির্দেশনাই আমাদের জন্য চূড়ান্ত।”


আইসিসির নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টের আয়োজক দেশের নাম প্রতিটি দলের জার্সিতে থাকা বাধ্যতামূলক। এমনকি হাইব্রিড মডেলে আয়োজন হলেও মূল আয়োজক দেশকে স্বীকৃতি দিতে হয়। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও এমন ঘটনা ঘটেছিল। ভারত থেকে আসর সরিয়ে নেওয়া হলেও অংশগ্রহণকারী দলগুলোর জার্সিতে ভারতের নামই ছিল।


ফলে, নিয়ম মেনেই পাকিস্তানের নাম ভারতের জার্সিতে রাখতে হবে। এর আগে ভারতের বার্তা সংস্থা আইএএনএস-কে নাম প্রকাশ না করার শর্তে এক পিসিবি কর্মকর্তা বলেছিলেন, “বিসিসিআই ক্রিকেটে রাজনীতি টেনে আনছে। এটা খেলাটির জন্য মোটেও ইতিবাচক কিছু নয়। তারা পাকিস্তানে আসতে অস্বীকৃতি জানিয়েছে, এমনকি উদ্বোধনী অনুষ্ঠানেও তাদের অধিনায়ককে পাঠাতে চায় না। আর এখন আয়োজক দেশের নাম জার্সিতে রাখতে চায় না। আমরা বিশ্বাস করি, আইসিসি এই অন্যায় মেনে নেবে না এবং আমাদের সমর্থন করবে।”


আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ৮ দলের অংশগ্রহণে চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো আইসিসির বড় কোনো ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। তবে ভারতের আপত্তির কারণে কিছুদিন আগেও টুর্নামেন্টটি নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তানের তিনটি ভেন্যু ও দুবাইয়ে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.