× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ সফরে আসছেন ফিফা প্রধান

ডেস্ক রিপোর্ট।

২৩ জানুয়ারি ২০২৫, ১৬:০১ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফরের পরিকল্পনার কথা জানিয়েছেন। সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।


প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, ইনফান্তিনো সফরের সময় বাংলাদেশের নারী ফুটবলে অর্থায়নের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, "ফিফা দক্ষিণ এশিয়ার ফুটবলের উন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।"


অধ্যাপক ইউনূস বাংলাদেশি নারী ফুটবলারদের জন্য ডরমিটরি ও অন্যান্য অবকাঠামো সুবিধার জন্য সহায়তা চাওয়ার পর ইনফান্তিনো ইতিবাচক সাড়া দেন এবং জানান, ফিফা বাংলাদেশে নারী ফুটবলের উন্নয়নে বিনিয়োগ করতে চায়।


তিনি আরও উল্লেখ করেন যে, আমন্ত্রিত হয়েও চলমান যুব উৎসবে বাংলাদেশ সফরে যেতে না পারায় তিনি দুঃখিত। পাশাপাশি সৌদি আরবে নারীদের ফুটবলের উন্নয়নেও ফিফার সহায়তা প্রদান অব্যাহত থাকবে এবং সেখানকার প্রবাসী বাংলাদেশিরাও এ উদ্যোগ থেকে উপকৃত হবেন।


এই বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.