× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অস্ট্রেলিয়ার ‘হল অব ফেমে' বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন মাইকেল ক্লার্ক

স্পোর্টস ডেস্ক।

২৩ জানুয়ারি ২০২৫, ২০:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

২০১৫ ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক দেশটির 'হল অব ফেমে' জায়গা করে নিয়েছেন। আজ (২৩ জানুয়ারি) ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ৪৩ বছর বয়সী এই কিংবদন্তির মর্যাদাপূর্ণ এই স্বীকৃতির কথা জানিয়েছে।

কিংবদন্তি সব ক্রিকেটারের সঙ্গে ‘হল অব ফেমে' যুক্ত হয়ে মাইকেল ক্লার্ক বলেন, ‘এত অসাধারণ সব ক্রিকেটার, যাদের অনেকেই আমার আদর্শ, ছেলেবেলা থেকে যাদের মতো হতে চেয়েছি এবং অনুসরণ করেছি, তাদের পাশে জায়গা পাওয়া আমার জন্য দারুণ সম্মানের। অবসর জীবন একজন মানুষের মধ্যে অনেক কিছু বয়ে আনে। এখন ক্রিকেট দেখার নানা পর্যায়ে খেলাটা কিছুটা মিস করি। সর্বোচ্চ পর্যায়ে খেললে লোকে আন্তর্জাতিক ক্যারিয়ারের কথাই বলে। তবে আমার তো ক্রিকেটের শুরুটা হয়েছিল সেই ছয় বছর বয়সে। এটাই তাই আমার জীবন। এখনও ক্রিকেট আমার জীবনের অংশ।

অস্ট্রেলিয়ার হয়ে ১১৫টি আন্তর্জাতিক টেস্ট খেলেছেন ক্লার্ক। যেখানে দেশের হয়ে ফরম্যাটটিতে ষষ্ঠ সর্বোচ্চ রানসংগ্রাহক ৪৯.১০ গড় নিয়ে ৮৬৪৩ রান করেছেন। এ ছাড়া ২৪৫ ওয়ানডেতে ৪৪.৫৮ গড়ে ৭৯৮১ এবং ৩৪ টি-টোয়েন্টিতে ২১.২১ গড়ে ২৮৮ রান করেছেন সাবেক এই ডানহাতি ব্যাটার। বোলিংয়ে অবশ্য তিনি কার্যকরী ছিলেন বাঁ-হাতে। আন্তর্জাতিক ক্রিকেটে ক্লার্ক ৯৪টি উইকেট নিয়েছেন।

ক্লার্ককে নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেমের চেয়ারম্যান পিটার কিং জানান, ‘মাত্র ১৭ বছর বয়সে সিডনিতে মাইকেলের অসাধারণ প্রথম শ্রেণির ক্যারিয়ার শুরু হয়েছিল। ২০১২ সালে ভারতের মাটিতে ত্রিপল সেঞ্চুরিসহ ক্যারিয়ারের অসংখ্য মুহূর্ত রয়েছে ক্লার্কের। অস্ট্রেলিয়ার সাধারণ মানুষের কাছে মাইকেলে ক্যারিয়ার চিরস্মরণীয় হয়ে থাকবে। একইসঙ্গে তিনি থাকবেন আমাদের ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.