বাংলাদেশ
ফুটবল ফেডারেশন, এ এফসি ড্রিম এশিয়া ফাউন্ডেশনের
অর্থায়নে বাংলাদেশের তিন পার্বত্য জেলার (বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি) সুবিধাবঞ্চিত
৪৫ জন নারী ফুটবলারদের
অংশগ্রহণে রাঙ্গামাটির চিং হ্লা মং চৌধুরী মারি
স্টেডিয়ামে 'এমপাওয়ারিং হিল উইমেন টু পার্স্যু ফুটবল
ক্যারিয়ার্স' শীর্ষক সোশ্যাল রেসপনপন্সিবিলিটি প্রোগ্রাম
আয়োজন করেছে। ৩ জন প্রশিক্ষক
দ্বারা ৪ দিন ব্যাপী
এই আবাসিক ক্যাম্প পরিচালিত হবে। এছাড়াও ২ দিনব্যাপী 'চাইল্ড
সেফগার্ডিং' ট্রেনিং
প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। আদিবাসী স্থানীয় প্রশিক্ষকদের জন্য রয়েছে একদিনের প্রশিক্ষণ কর্মশালা।

ট্রেনিং
কর্মশালা শেষে ৪৫জন নারী খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হবে একটি ফুটবল ম্যাচ। উক্ত প্রোগ্রাম হতে বাছাইকৃত ১২জন খেলোয়াড়কে আগামী ১ বছর দেয়া
হবে শিক্ষা বৃত্তি। ৪৫জন নারী খেলোয়াড়কে দেয়া হবে শিক্ষা উপকরণ।
আজ (২৩ জানুয়ারি)
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট
জনাব এ বি এম
ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এর হেড অব ইউনিট, (সোশ্যাল রেস্পন্সিবিলিটি) নিল গডফ্রে।