× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্বকাপের বাছাই পর্বে যে দলগুলোর সাথে লড়বে বাঘিনীরা

স্পোর্টস ডেস্ক।

২৫ জানুয়ারি ২০২৫, ১৬:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত

গতকাল দিবাগত রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী দল। এই ম্যাচ হারার ফলেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনাও হারাল নিগার অধিনায়ক সুলতানা জ্যোতির দল।

আশার আলো জাগিয়েও প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করা হলো না বাংলাদেশ নারী দলের। নারী চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে বাংলাদেশ মোট ২৪ ম্যাচে হার পেয়েছে। যেখানে তাঁদের ৮ ম্যাচ জয় করা প্রয়োজন ছিল। ২১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে জায়গা পেয়েছে তারা। নিউজিল্যান্ডের সংগ্রহও সমান ২১ পয়েন্ট, তবে নেট রান রেটে বেশি থাকায় এগিয়ে আছে কিউই মেয়েরা।

অল্পের জন্য সরাসরি খেলার সুযোগ হারাল বাংলাদেশ। তবে টাইগ্রেসদের বিশ্বকাপের বাছাই পর্ব খেলে মূল পর্বে যাওয়ার সুযোগ থাকছে। 

ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে মোট ৮টি দল। যেখানে নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্টের ভিত্তিতে সরাসরি কোয়ালিফাই করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। আর স্বাগতিক হওয়ায় সরাসরি খেলা নিশ্চিত ভারতের।

এই ছয় দলের বাইরে বাকি দুটি দল আসবে বাছাই পর্ব থেকে। সেখানে ৬টি দল অংশ নেবে। বাছাই পর্বে খেলবে বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবাই সবার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল খেলবে মূল পর্বে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.