ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজেও হতাশাজনক শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেন্ট কিটসে বাংলাদেশ সময় আজ (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটের বড় জয় তুলে নেয়। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল হেইল ম্যাথুসের নেতৃত্বাধীন ক্যারিবীয় দল।
টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৪৪ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। দলের হয়ে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন অধিনায়ক নিগার সুলতানা। ৪০ বলে অপরাজিত ৫৩ রান করেন তিনি, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টম ফিফটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি বাংলাদেশের নারীদের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর হিসেবেও নতুন রেকর্ড।
-6798b64d529eb.png)
অধিনায়কের সঙ্গে শারমিন আক্তারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন তিনি, যা আসে ৪১ বল থেকে। তৃতীয় উইকেটে নিগার ও শারমিনের জুটি ৬২ বলে ৮২ রান যোগ করে দলের স্কোরকে প্রতিদ্বন্দ্বিতামূলক পর্যায়ে নিয়ে যায়।
বাংলাদেশের দেয়া ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবীয় দল শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল। উদ্বোধনী জুটিতে কিয়ানা জোসেফ ও অধিনায়ক হেইল ম্যাথুস মিলে মাত্র ৮.৩ ওভারে ৬৩ রান যোগ করেন। কিয়ানা ২১ বলে ২৯ রান করে আউট হলেও ম্যাথুস শেষ পর্যন্ত অপরাজিত ৬০ রান করেন, যা আসে ৫৪ বলে।
বাংলাদেশের লেগ স্পিনার ফাহিমা খাতুন পরপর দুই ওভারে কিয়ানা জোসেফ ও শেমাইনে ক্যাম্পবেলকে আউট করে কিছুটা আশা জাগালেও, সেই আশা টিকতে দেননি ডিয়ান্ড্রা ডটিন। মাত্র ২২ বলে ৭টি বিশাল ছক্কার সাহায্যে ৫১ রান করেন ডটিন এবং ১৭তম ওভারেই ওয়েস্ট ইন্ডিজকে জয় এনে দেন।
ডটিনের এই ইনিংসটি আরও স্মরণীয় হয়ে থাকবে দ্রুততম ফিফটি করার জন্য। ২১ বলে ফিফটি পূর্ণ করে তিনি নারীদের টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দ্রুততম অর্ধশতকের নতুন রেকর্ড গড়েন, যা ২০০৯ সালে নিজেরই গড়া ২২ বলের রেকর্ডকে ভেঙে দেয়।

প্রথম ম্যাচ হারের পর সিরিজে টিকে থাকতে হলে বাংলাদেশ দলকে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে। বিশেষ করে বোলিং আক্রমণে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে এবং ডটিনের মতো বিধ্বংসী ব্যাটসম্যানদের রুখতে হবে।
সিরিজের দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ সময় আগামী শনিবার (৩০ জানুয়ারি) ভোরে সেন্ট কিটসের একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। নিগার সুলতানার দল কি ঘুরে দাঁড়াতে পারবে? নাকি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে, তা দেখার অপেক্ষায় ক্রিকেটভক্তরা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৪৪/৩ (নিগার ৫৩*, শারমিন ৩৭, সোবহানা ২২; ফ্রেজার ১/২৩)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৬.৫ ওভারে ১৪৫/২ (ম্যাথুস ৬০*, ডটিন ৫১*, জোসেফ ২৯; ফাহিমা ২/১৫)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: ডিয়ান্ড্রা ডটিন।