× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৪ বছর পর ক্রিকেটে ফিরছেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’

স্পোর্টস ডেস্ক।

২৮ জানুয়ারি ২০২৫, ২০:১৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স ২০২১ সালে সব ধরণের ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের সিদ্ধান্ত নেন। চার বছর পর তিনি আবারও ২২ গজে ফিরছেন। সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) দ্বিতীয় আসরে দেখা যাবে ‘মিস্টার ৩৬০ ডিগ্রি'কে।

আজ (২৮ জানুয়ারি) তিনি টুর্নামেন্টটিতে খেলার কথা নিশ্চিত করেছেন। ‘গেম চেঞ্জার সাউথ আফ্রিকা'র  অধিনায়কত্ব করবেন তিনি।

ক্রিকেটে আবারও ফেরার ঘোষণা দিয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘চার বছর আগে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম, কারণ এর বেশি খেলার প্রয়োজনীয়তা অনুভব করিনি। এরই মাঝে বেশ সময় অতিবাহিত হয়েছে এবং খেলা শুরু করেছে আমার ছেলেও।

কিভাবে আবারও ক্রিকেটে ফেরার বিষয়টি মাথায় এলো সে ব্যাপারে এই কিংবদন্তি বলেন, ‘আমরা বাগানে অনেক খেলেছি এবং সেখানে অনুভব করেছি যে কিছু শিখা আবারও জ্বলে ওঠার পর্যায়ে আছে। সে কারণে আমি জিম এবং নেটে গিয়ে অনুশীলন শুরু করি এবং জুলাইয়ে আমি ডব্লিউসিএল খেলতে প্রস্তুত।

এ বছরের জুলাইতে অনুষ্ঠিত হবে ডব্লিউসিএলের দ্বিতীয় আসর।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.