× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার জাসপ্রীত বুমরাহ

স্পোর্টস ডেস্ক।

২৮ জানুয়ারি ২০২৫, ২০:৪৩ পিএম । আপডেটঃ ২৮ জানুয়ারি ২০২৫, ২০:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

২০২৪ সালটা ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ'র জন্য স্বপ্নের মতো কেটেছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে তাঁর পারফর্মেন্স, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়, সব মিলিয়ে তাঁর অবদানের স্বীকৃতি মিলেছে। প্রথমবারের মতো আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে বুমরাহ জিতে নিলেন ক্রিকেট জগতের অত্যন্ত মর্যাদাবান পুরস্কার ‘স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি।

গতবছর ১৩ টেস্ট খেলে জাসপ্রীত বুমরাহ ৭১ উইকেট শিকার করেন। এর মধ্যে বছরের শেষ দিকে এসে অস্টেলিয়ার সাথে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৫ ম্যাচে তিনি ৩২ উইকেট শিকার করেন। লাল বলের পাশাপাশি টি-টোয়েন্টিতেও বিশেষ করে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জেতেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।   

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে ছিলেন বিশ্ব ক্রিকেটের ভারী ভারী সব নাম, ট্র্যাভিস হেড, জো রুট এবং হ্যারি ব্রুক। তবে সবাইকে পেছনে ফেলে এই স্বীকৃতি ছিনিয়ে নিলেন বুমরাহ।

উল্লেখ্য, বুমরাহকে নিয়ে এখন পর্যন্ত ভারতের পাঁচজন ক্রিকেটার আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। এর আগে রাহুল দ্রাবিড় (২০০৪), শচীন টেন্ডুলকার (২০১০), রবিচন্দ্রন অশ্বিন (২০১৬), বিরাট কোহলি (২০১৭, ২০১৮) আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.