২০২৪ সালটা
ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ'র জন্য স্বপ্নের মতো কেটেছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে
তাঁর পারফর্মেন্স, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়, সব মিলিয়ে তাঁর অবদানের
স্বীকৃতি মিলেছে। প্রথমবারের মতো আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে বুমরাহ
জিতে নিলেন ক্রিকেট জগতের অত্যন্ত মর্যাদাবান পুরস্কার ‘স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি।’
গতবছর ১৩
টেস্ট খেলে জাসপ্রীত বুমরাহ ৭১ উইকেট শিকার করেন। এর মধ্যে বছরের শেষ দিকে এসে অস্টেলিয়ার
সাথে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৫ ম্যাচে তিনি ৩২ উইকেট শিকার করেন। লাল বলের পাশাপাশি
টি-টোয়েন্টিতেও বিশেষ করে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জেতেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।
আইসিসির বর্ষসেরা
ক্রিকেটার হওয়ার দৌড়ে ছিলেন বিশ্ব ক্রিকেটের ভারী ভারী সব নাম, ট্র্যাভিস হেড, জো রুট
এবং হ্যারি ব্রুক। তবে সবাইকে পেছনে ফেলে এই স্বীকৃতি ছিনিয়ে নিলেন বুমরাহ।
উল্লেখ্য,
বুমরাহকে নিয়ে এখন পর্যন্ত ভারতের পাঁচজন ক্রিকেটার আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত
হয়েছেন। এর আগে রাহুল দ্রাবিড় (২০০৪), শচীন টেন্ডুলকার (২০১০), রবিচন্দ্রন অশ্বিন
(২০১৬), বিরাট কোহলি (২০১৭, ২০১৮) আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন।