× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুর রাইডার্সের হ্যাটট্রিক হারে চিটাগং কিংসের প্লে-অফ নিশ্চিত

স্পোর্টস ডেস্ক।

২৯ জানুয়ারি ২০২৫, ১৭:১৯ পিএম । আপডেটঃ ২৯ জানুয়ারি ২০২৫, ১৮:৩১ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিপিএল ২০২৫ আসরের রবিন রাউন্ড লিগ প্রায় শেষের দিকে। ইতোমধ্যেই রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল প্লে-অফের টিকিট নিশ্চিত করে ফেলেছে। আজ (২৯ জানুয়ারি) রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়ে প্লে-অফে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে গেল চিটাগং কিংসের।

টসে জিতে চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন রংপুরকে ব্যাটিংয়ে পাঠান।

১৭ ওভার শেষ পর্যন্ত রংপুর রাইডার্সের স্কোরকার্ডের দিকে তাকালে সন্দেহ হচ্ছিল এটা কোন ফরম্যাটের খেলা চলছে! উইকেট পড়েছে মাত্র পাঁচটি কিন্তু স্কোরবোর্ডে রান মাত্র ১০২। তবে শেষ ৩ ওভারে ইফতিখার আহমেদের ঝোড়ো ব্যাটিংয়ে ২০ ওভার শেষে ১৪৩ রান তুলতে সমর্থ হয় রংপুর রাইডার্স।

ওপেনিংয়ে নেমে ৭ বল খেলে ডাক খেয়েছেন স্টিভেন টেইলর। এদিকে ১৭ বলে ২৩ রান করে বড় ইনিংস খেলার চোখ রাঙানি দিচ্ছিলেন সৌম্য সরকার। তবে তাকে দুর্ভাগ্যবশত রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নের পথে ফিরতে হয়।


এক ওভারে ৩০ রান নিয়ে ম্যাচ জেতানো 'নায়ক' ক্যাপ্টেন নুরুল হাসান সোহান এদিন ২১ বল খেলেও উইকেটে থিতু হতে পারেননি। মাত্র ৯ রান করে খালেদ আহমেদের বলে হায়দার আলির হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি।

রংপুর রাইডার্স ৬৮ রানে ৫ উইকেট হারালে ৬ষ্ঠ উইকেট জুটিতে ইফতিখার আহমেদ এবং শেখ মেহেদি ৭৫ রান তোলে। এই জুটিতে ভর করে ১৪৩ রানের মাঝারি সংগ্রহ পায় নুরুল হাসান সোহানের দল। রানটা আরেকটু বেশি হতে পারত যদি রংপুরের ব্যাটাররা পাইকারি হারে ডট বল না খেলতেন। শেষদিকে ইফতিখার আহমেদ স্লগিং করলেও শেখ মেহেদির ২২ রান তুলতে খরচ করতে হয়েচে ২০ বল।

ইফতিখার আহমেদ ৭ চার এবং তিন ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকেন।

৪ ওভারে ৪৪ রান দিয়ে দু'টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন খালেদ আহমেদ।

১৪৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে ২৯ রানে চিটাগংয়ের ২ উইকেট তুলে নেয় রংপুর রাইডার্স।

পারভেজ হোসেন ইমন এদিন সময়োপযোগী একটি ধীরগতির ইনিংস খেলে দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যান। ইমনকে ছোট ছোট ইনিংস খেলে সঙ্গ দিয়ে গেছেন গ্রাহাম ক্লার্ক এবং ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুন। এই দু'জনের ব্যাট থেকে যথাক্রমে ১৫ এবং ২০ রান এসেছে। এই দু'জন বিদায় নিলে হায়দার আলীকে নিয়ে ৪৩ রানের জুটি গড়েন ইমন।

মোহাম্মদ সাইফুদ্দিনের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরার আগে ২ চার এবং ২ ছক্কায় ৪৩ বল খরচায় ৪১ রান করেন।

ইমনের ফেরার পর শামীম হোসেন পাটোয়ারি ২ বলে ২ বাউন্ডারিতে ৮ রান করে রান আউট হন।

১৮তম ওভারে রংপুরের তারকা পেসার আকিফ জাভেদের প্রথম ৪ বলে টানা চার ছক্কা মেরে মাত্র ১৮ বল খেলে ৪৮ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন হায়দার আলী।

রংপুরের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন আকিফ জাভেদ এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

ম্যাচসেরা হন হায়দার আলী।

রংপুরের ডিকশনারিতে সম্ভবত 'টানা' শব্দটি ছাড়া আর কিছু নেই। টানা ৮ জয়ে প্লে অফ নিশ্চিত করে তারা এখন মনের সুখে হারছে। এই নিয়ে টানা তিন হারের স্বাদ পেলো ফ্র্যাঞ্চাইটি।

এই ম্যাচ জিতে প্লে-অফ অনেকটাই সুনিশ্চিত করেছে চিটাগং কিংস। প্লে অফের জটিল সমীকরণে যদিও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে খুলনা টাইগার্স। তবে মিরাজ বাহিনীর শেষ দুই ম্যাচের দুটিতেই জিততে পারলে নেট রান রেটে পিছিয়ে থাকা রাজশাহীকে হটিয়ে প্লে-অফে জায়গা করে নেবে। এদিকে ১২ পয়েন্ট নিয়ে চিটাগং কিংসের হাতে এখনো দুই ম্যাচ বাকি। জিততে না পারলেও যদি বড় ব্যবধানে না হারে তাহলে নেট রানরেটে খুব একটা হেরফের হবে না। সেক্ষেত্রে চিটাগং কিংসের প্লে-অফে খেলা প্রায় নিশ্চিতই বলা যায়।  

বিষয় : বিপিএল

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.