সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স (সাবেক টুইটার)-এ একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় যে, বাংলাদেশে বেড়াতে আসা এক ভারতীয় পর্যটককে হয়রানি করা হয়েছে। ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং এ নিয়ে নানা আলোচনা শুরু হয়। তবে ফ্যাক্টচেকিং সংস্থার অনুসন্ধানে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন এক সত্য।
রিউমর স্ক্যানার টিমের গবেষণায় জানা যায়, আলোচিত ভিডিওতে কোনো ভারতীয় পর্যটককে হয়রানি করার দৃশ্য নেই। বরং এটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ চিটাগং কিংসের হোস্ট (উপস্থাপক) ইয়াশা সাগরের এক ভক্তের সঙ্গে ছবি তোলার মুহূর্তকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
প্রচারিত ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, এতে কোনো ধরনের হয়রানির প্রমাণ মেলেনি। আরও গভীর অনুসন্ধানে, ভিডিওর একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হলে, সিলেটভিত্তিক সংবাদমাধ্যম ‘Sylhetview’ এর ফেসবুক পেজে গত ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে প্রকাশিত একটি ভিডিওর সন্ধান পাওয়া যায়। উক্ত ভিডিওতে বলা হয়, “হাসি মুখে দর্শকদের সাথে সেলফি তুললেন ইয়াশা সাগর।” প্রচারিত গুজবের ভিডিওটির সঙ্গে এই ভিডিওর মিল খুঁজে পাওয়া গেছে, যা নিশ্চিত করে যে এটি কোনো হয়রানির ঘটনা নয়।

উল্লেখ্য, বিপিএলের চলতি মৌসুম শুরু হওয়ার আগেই চিটাগং কিংস কর্তৃপক্ষ ঘোষণা করেছিল যে, ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান মডেল, অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার এবং ক্রিকেট প্রেজেন্টার ইয়াশা সাগর আসন্ন বিপিএলে তাদের অফিসিয়াল হোস্ট হিসেবে কাজ করবেন।
এছাড়া, ইয়াশা সাগর নিজেও ইনস্টাগ্রামে পোস্ট এবং গণমাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে জানিয়েছেন যে তিনি বাংলাদেশে তার সময় এবং কাজ উপভোগ করছেন। তিনি বাংলাদেশের মানুষের আতিথেয়তারও প্রশংসা করেছেন।
অতএব, প্রমাণিত হয় যে, ভাইরাল ভিডিওতে প্রদর্শিত নারী কোনো ভারতীয় পর্যটক নন এবং তিনি কোনো ধরনের হয়রানির শিকারও হননি। সামাজিক মাধ্যমে প্রচারিত এ ধরনের বিভ্রান্তিকর তথ্য যাচাই-বাছাই করা প্রয়োজন, যাতে গুজবের মাধ্যমে সমাজে ভুল বার্তা ছড়িয়ে না পড়ে।