× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকাকে উড়িয়ে শীর্ষে ফরচুন বরিশাল

স্পোর্টস ডেস্ক।

২৯ জানুয়ারি ২০২৫, ২২:০১ পিএম

ছবিঃ সংগৃহীত

ঢাকা ক্যাপিটালস ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত জেনেই মাঠে নেমেছিল। তবে ব্যাট হাতে একেবারে ব্যর্থতার পরিচয় দেয় দলটি। চরম ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৭৩ রানে অলআউট হয়ে যায় তারা। সেই সুযোগ কাজে লাগিয়ে সহজ জয় তুলে নেয় ফরচুন বরিশাল, নিশ্চিত করেছে প্লে-অফের প্রথম কোয়ালিফায়ার। একই সঙ্গে রংপুর রাইডার্সকে পেছনে ফেলে লিগ টেবিলের শীর্ষস্থানও দখল করেছে দলটি।

রেকর্ড গড়ে ঢাকাকে হারিয়ে শীর্ষে বরিশাল | | বাংলাদেশ প্রতিদিন

আজ (২৯ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয় বরিশাল। ঢাকার ব্যাটাররা একের পর এক ব্যর্থ হতে থাকেন, ফলে ১৫.৩ ওভারে ৭৩ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। দলটির হয়ে সর্বোচ্চ ১৫ রান করেছেন অধিনায়ক থিসারা পেরেরা। বরিশালের হয়ে মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ ও তানভির ইসলাম প্রত্যেকে শিকার করেন ৩টি করে উইকেট।

Mahmudullah, Faheem help Barishal win high-scoring BPL opener

মাত্র ৭৪ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি বরিশালকে। ৬.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে তারা। ইনিংসের তৃতীয় ওভারে ৯ বলে ১৫ রান করে আউট হন হৃদয়। তবে এরপর দাবিদ মালান ও তামিম ইকবাল মিলে সহজেই ম্যাচ শেষ করেন। মালান ১৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৩৭ রানে অপরাজিত থাকেন, অন্যদিকে তামিম ১৪ বলে ২১ রান করেন।

এই দাপুটে জয়ে প্লে-অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে জায়গা করে নিল ফরচুন বরিশাল। একই সঙ্গে রংপুর রাইডার্সকে টপকে লিগ টেবিলের শীর্ষে উঠে আসল দলটি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.