ছবিঃ সংগৃহীত
খেলা এবং বিনোদনজগতের সম্পর্ক নতুন কিছু নয়। দুই জগতের তারকারাই সবসময় সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন। একজন জনপ্রিয় ক্রীড়াবিদ এবং একজন অভিনেতার মধ্যে যোগাযোগ হওয়া স্বাভাবিক ব্যাপার। তবে এই যোগাযোগ কখনো কখনো কৌতূহলের জন্ম দেয় এবং কখনো কখনো তা বিতর্কেরও সৃষ্টি করে।
সম্প্রতি পাকিস্তানের ক্রিকেটার শাদাব খান এক সাক্ষাৎকারে বলেন, ক্রিকেটারদের অভিনেত্রীদের বার্তা পাঠানোকে অস্বাভাবিক হিসেবে দেখা উচিত নয়। জিও নিউজের ‘হাসনা মানা হ্যায়’ অনুষ্ঠানে একজন দর্শক শাদাবকে জিজ্ঞাসা করেন, ‘অধিকাংশ নায়িকা দাবি করেন, ক্রিকেটাররা তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠিয়ে থাকেন। আপনি কখনো কাউকে এভাবে টেক্সট পাঠিয়েছিলেন?’
প্রশ্নের জবাবে শাদাব জানান, ‘ক্রিকেটাররা যদি নায়িকাদের মেসেজ পাঠায়ও, তাতে সমস্যা কোথায়?’ তার বক্তব্যের মূল প্রতিপাদ্য ছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে যে কেউ ইচ্ছা করলে বার্তাগুলো এড়িয়ে যেতে পারেন কিংবা ব্লক করার সুবিধা পান। একইসঙ্গে তিনি জানান, অনেক সময় অভিনেত্রীদের তরফ থেকেও বার্তা পাঠানো হয়।
খেলার মাঠ এবং বিনোদন দুনিয়ার সম্পর্ক দীর্ঘদিনের। অতীতে অনেক ক্রিকেটার এবং অভিনেত্রীর মধ্যে সম্পর্কের কথা শোনা গেছে, যার কিছু ছিল শুধুই বন্ধুত্ব, আবার কিছু সম্পর্ক প্রেম পর্যন্ত গড়িয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে ভিরাট কোহলি ও আনুশকা শর্মার সম্পর্ক কিংবা শহীদ আফ্রিদি ও কিছু বলিউড অভিনেত্রীর সঙ্গে বন্ধুত্বের প্রসঙ্গ এসেছে বহুবার।
তবে এই যোগাযোগের বিষয়টি কখনো কখনো বিতর্কেরও জন্ম দেয়। শাদাব খানের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছে। তার বিয়ের পর পাকিস্তানের টিকটকার শাহতাজ খান দাবি করেছিলেন, শাদাবের সঙ্গে তার যোগাযোগ ছিল এবং তিনি শাদাবের বিয়ের খবর শুনে হতাশ হয়েছেন। যদিও শাদাব এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন।
বিতর্ক তখনই তৈরি হয় যখন সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করা হয় এবং বিষয়গুলো অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়।
শাদাব বলেন, ‘আমরা তো এমনও কিছু ভিডিও দেখেছি, যেখানে বিষয়গুলোকে অতিরঞ্জিত করে ফেলা হয়েছে। কিন্তু ব্যাপারটাগুলো অমনটা ছিল না। যখন কোনো টুর্নামেন্ট বা বিশ্বকাপ চলে, তখন কিছু অভিনেত্রী বিষয়গুলো সামনে আনেন, যাতে সবাই বিষয়গুলোতে নজর দেয়।’যা অনেক সময় খেলোয়াড়দের মনোযোগ নষ্ট করতে পারে। শাদাবও তার বক্তব্যে উল্লেখ করেছেন যে, বড় কোনো টুর্নামেন্ট চলার সময় এই ধরনের আলোচনা বেশি উঠে আসে।
প্রশ্ন হচ্ছে, একজন খেলোয়াড়ের সঙ্গে একজন অভিনেত্রীর যোগাযোগ কি অস্বাভাবিক? বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার এবং ব্যক্তিগত সম্পর্কগুলো অনেকটাই খোলামেলা হয়েছে। এতে কেউ কারও সঙ্গে যোগাযোগ করলে সেটাকে নেতিবাচকভাবে দেখার কোনো কারণ নেই। তবে গুজব এবং অতিরঞ্জিত তথ্য কখনো কখনো এসব সম্পর্ককে বিতর্কিত করে তুলতে পারে।
শেষ পর্যন্ত, খেলা ও বিনোদনজগতের তারকাদের ব্যক্তিগত জীবন এবং তাদের পারস্পরিক যোগাযোগের বিষয়গুলো যতক্ষণ না কোনো নেতিবাচক প্রভাব ফেলে, ততক্ষণ তা নিয়ে অতিরিক্ত কৌতূহল বা বিতর্কের কোনো প্রয়োজন নেই। ক্রিকেটার ও অভিনেতাদের মধ্যে যোগাযোগ বাস্তবিক অর্থেই স্বাভাবিক ব্যাপার, তবে একে নেতিবাচক আলোচনার বিষয় না করে স্বাভাবিক দৃষ্টিতে দেখাই ভালো।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh