× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড় হারে এক ম্যাচ আগেই সিরিজ খোয়াল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক।

৩০ জানুয়ারি ২০২৫, ১০:১৫ এএম

ছবিঃ সংগৃহীত।

ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার ডিয়ান্দ্রা ডটিন এবং কিয়ানা জোসেফের ব্যাটিং তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেন্ট কিটসে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই দুই ক্যারিবিয়ান ব্যাটারের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ওয়েস্ট ইন্ডিজ দল রেকর্ড ২০১ রান স্কোরবোর্ডে জমা করে।

কিয়ানা জোসেফ ৩৬ বলে ৯টি চার ২টি ছক্কার সাহায্যে ৬৩ রান করেন। এর সাথে ডটিনও যোগ করেন ২০ বলে ৪৯ রান। তাদের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ওয়েস্ট ইন্ডিজ দল টি-টোয়েন্টি আন্তর্জাতিকের ইতিহাসে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ দলীয় ইনিংসের রেকর্ড গড়ে।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন শারমিন আক্তার। এছাড়াও আরও তিন জন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারলেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস ৯৫ রানে থামে এবং ১০৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় তারা। টি-টোয়েন্টিতে রানের হিসেবে এটি বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের হার। এর আগে ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩২ রানে হেরেছিল টাইগ্রেসরা।

এই ম্যাচটি আরও একটি তিক্ত রেকর্ড এনেছে বাংলাদেশের জন্য। এই প্রথম কোনো দল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ২০০ রান করলো। এর আগে সর্বোচ্চ ছিল অস্ট্রেলিয়ার ১৮৯ রান, যা তারা ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে করেছিল।

সিরিজের তৃতীয় শেষ টি-টোয়েন্টিটি বাংলাদেশ সময় অনুযায়ী শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.