× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খালেদ-শরিফুলের বোলিং তান্ডবে সিলেটকে ৯৬ রানে হারালো চিটাগং কিংস

স্পোর্টস ডেস্ক।

৩০ জানুয়ারি ২০২৫, ২২:৫৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে উড়িয়ে দিয়েছে চিটাগং কিংস। প্রথমে ব্যাট করে চিটাগং কিংস ১৯৬ রানের বিশাল স্কোর গড়ে তোলে। কিন্তু সিলেট স্ট্রাইকার্স সেই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১০০ রানেই গুটিয়ে যায়। ৯৬ রানের বিশাল জয় পেয়ে প্লে-অফে নিজেদের নাম সীলগালা করে দিল চট্টলার রাজারা।

মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেট স্ট্রাইকার্স চিটাগং কিংসকে প্রথমে ব্যাটিং করতে পাঠায়। শুরুতেই চিটাগং তাদের দুটি উইকেট হারিয়ে ফেলে - পারভেজ হোসেন ইমন এবং গ্রাহাম ক্লার্ক। তবে এরপর খাজা নাফে এবং অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৯৪ রানের জুটি গড়ে তোলেন।

পাওয়ারপ্লের ৬ ওভারে চিটাগং ২ উইকেট হারিয়ে ৫৬ রান তোলে। নাফে এবং মিঠুনের ঝড়ো ব্যাটিংয়ে তারা দ্রুত রান তুলতে থাকে। দুজনই হাফ সেঞ্চুরি করেন। নাফে ৩০ বলে ৫২ রান করে দলের ১১১ রানের মাথায় আউট হন।

দুই ব্যাটারের ব্যাট থেকেই সমান ৫২ রান এসেছে।

সিলেটের বোলারদের মধ্যে তানজিম হাসান সাকিব ৩টি উইকেট নেন।

রুয়েল মিয়াহ এবং সামিউল্লাহ শিনওয়ারী ২টি করে উইকেট শিকার করেন এবং সুমন খান ১টি উইকেট পান।

১৯৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট স্ট্রাইকার্সের শুরুটা ভালো হয়নি। জাওয়াদ আবরার মাত্র ২ রান করে আউট হন।

এরপর রনি তালুকদার এবং জাকির হাসান কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও তারা বড় ইনিংস খেলতে পারেননি। রনি ১৭ রান এবং জাকির ১৯ রান করে আউট হন। পাওয়ারপ্লের ৬ ওভারে সিলেট ৩ উইকেট হারিয়ে ৩৯ রান তোলে।

পাওয়ারপ্লে শেষ হওয়ার পরও সিলেটের ব্যাটিংয়ের দুর্দশা চলতে থাকে। একের পর এক উইকেট পড়তে থাকে। কেউ দায়িত্ব নিয়ে খেলতে পারেনি। শেষ পর্যন্ত ১৫.২ ওভারে ১০০ রান তুলে থামে সিলেট স্ট্রাইকার্স। চিটাগং কিংস ৯৬ রানের বিশাল জয় পায়।

চিটাগং কিংসের শরিফুল ইসলাম এবং খালেদ আহমেদ ৪টি করে উইকেট নিয়ে সিলেটের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। দুজনের মধ্যে এদিন যেন প্রতিযোগিতা চলছিল কে ফাইফার তুলে নেবেন। তবে শেষ উইকেট টা রানআউট হওয়ায় দুজনের হাত মেলানো ছাড়া কিছু করার ছিল না।

এই জয়ের ফলে ১৪ পয়েন্ট নিয়ে চিটাগং কিংস প্লে-অফ নিশ্চিত করেছে।

মাত্র ৫ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছে শরিফুল ইসলাম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.