× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেট অধিনায়কের বিরুদ্ধে ফিক্সিংয়ের গুঞ্জন, কোচ যা বললেন

স্পোর্টস ডেস্ক।

৩১ জানুয়ারি ২০২৫, ১৭:১৫ পিএম । আপডেটঃ ৩১ জানুয়ারি ২০২৫, ১৭:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

সিলেট স্ট্রাইকার্স বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শেষ করেছে টানা ৭ হারে। নিজেদের শেষ ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে দলটি। এরই মাঝে সিলেটের অধিনায়ক আরিফুল হকের  বিরুদ্ধে ফিক্সিংয়ের গুঞ্জন উঠেছে।

গতকাল (৩০ জানুয়ারি) মিরপুরে প্রথমে ব্যাট করতে নেমে চিটাগং কিংস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ১৫ ওভার ২ বলে মাত্র ১০০ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় সিলেট।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সিলেটের প্রধান কোচ মাহমুদ ইমন বলেন, ‘আমাদের শুরুটা প্রত্যাশার মধ্যে ছিল। শুরুটা আমি খারাপ বলব না। দল গঠন থেকে শুরু করে সবকিছু। সিলেটে আমাদের প্রথম দিকে বড় খেলাগুলাই ছিল। কাগজে বড় রংপুর এবং বরিশাল, যদিও টি-টোয়েন্টিতে আমি এটা বিশ্বাস করি না। যাদের উপর প্রত্যাশা বেশি ছিল তাদের পারফরম্যান্স আপ এন্ড ডাউন ছিল। তাদের পারফরম্যান্সটা পেলে হয়ত ভালো কিছু হতো। এটা আমাদের প্রথম বিপিএল, যা হয়ত পয়েন্ট টেবিলই বলে দেয়। আমার অভিজ্ঞতা কেমন হয়েছে।

জাকির হাসান এবং জাকের আলী অনিকের পারফরমেন্স নিয়ে ইমন বলেছেন, ‘এটাই বললাম যেহেতু জাতীয় দলের প্লেয়ার। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। তাদের পারফরম্যান্স আসলে নিজেদের পাশাপাশি দলের লাভ হতো। ধারাবাহিকতা দরকার ছিল। পারলে হয়ত দলকে ভালো অবস্থানে নিতে পারত।

সিলেট অধিনায়কের বিরুদ্ধে ফিক্সিংয়ের বিষয়ে তিনি বলেন, ‘তথ্য প্রমাণের ভিত্তিতে ওরাই ব্যবস্থা নিবে। আলাদা ডিপার্টমেন্ট আছে ওরাই কাজ করে।

এদিন তিনি দলের পারফরমেন্স নিয়ে বলেন, ‘এটা তো অবশ্যই প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি আশা করে দলের অবস্থান যেন ভালো হয়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো এটাই। তবে আমি তাদের ধন্যবাদ জানাই তারা শেষ পর্যন্ত সব প্লেয়ারের পাশে ছিল। চেষ্টা করেছে সবাইকে বুস্ট আপ করার জন্য। সাপোর্ট করেছে। আমরা সেভাবে ফল এনে দিতে পারিনি।

বিষয় : বিপিএল

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.