× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিপিএলে পারফর্ম করে জাতীয় দলে ফাহিম আশরাফ, ওয়াসিম আকরামের সমালোচনা

স্পোর্টস ডেস্ক।

০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

এক বছরের বেশি সময় ধরে জাতীয় দল থেকে বাইরে থাকা পাকিস্তানের ফাহিম আশরাফ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের এবারের আসরে ব্যাটে-বলে শুরু থেকেই ছিলেন দারুণ ছন্দে। তাঁর এই ধারাবাহিক পারফরমেন্সের জেরে জায়গা করে নিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও। বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর পর্দা উঠতে যাচ্ছে। এর আগে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড এর মধ্যে একটি ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে। এই দুই টুর্নামেন্ট সামনে রেখে পাকিস্তানের ঘোষিত স্কোয়াডে বিপিএলে ভালো পারফরম্যান্সের সুবাদে জায়গা করে নিয়েছেন, দুই তারকা অলরাউন্ডার ফাহিম আশরাফ ও খুশদিল শাহ।

চলমান বিপিএলে অবশ্য আর খেলা হবে না দুই পাকিস্তানি ক্রিকেটারের। সেজন্য দুজনেরই দেশে ফিরে যাওয়ার কথা, আগেই বাংলাদেশ ছেড়ে গিয়েছিলেন খুশদিল। এবারের বিপিএলে খুশদিল রংপুর রাইডার্স এবং ফাহিম ফরচুন বরিশালের হয়ে খেলেছেন। এখন পর্যন্ত টুর্নামেন্টটির সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দুইয়ে আছেন ফাহিম, ১১ ম্যাচে ১৩.৯০ গড়ে ২০ উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়া ব্যাট করেছেন ৫ ইনিংসে, ২৩১.৮১ স্ট্রাইকরেট এবং ৩৪ গড়ে তার রান ১০২।

এদিকে ফাহিম আশরাফের জাতীয় দলের স্কোয়াডে থাকা নিয়ে পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম বলেছেন, ‘জাতীয় দলের স্কোয়াড আমি এখনও ভালোভাবে দেখিনি। দুয়েকবার চোখ বুলিয়ে দেখেছি ফাহিম আশরাফ আছে দলে, তাকে শুভকামনা জানাচ্ছি, প্রতিভাবান ক্রিকেটার। তবে শেষ ২০ (আন্তর্জাতিক ওয়ানডে) ম্যাচে তার বোলিংয়ের গতি ছিল গড়ে ১০০ এবং ব্যাটিং গড় ৯ রান। সে এবং খুশদিল বিস্ময়করভাবে ফিরে এসেছে। অথচ আমরা মাত্র একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়েছি। ভারত নিয়েছে ৩-৪ জন, নিশ্চয়ই তাদের যৌক্তিক কারণ আছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.