বিপিএল ২০২৫
এর রবিন রাউন্ড লিগ শেষে রানরেটের মারপ্যাঁচে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে দুর্বার
রাজশাহী। টুর্নামেন্টের শুরু থেকেই বিতর্কের কমতি নেই নবাগত এই ফ্র্যাঞ্চাইজিটি ঘিরে।
এখন মাঠের খেলা শেষ হলেও মাঠের বাইরের বিতর্ক দিয়ে এখন আলোচনায় আছে দুর্বার রাজশাহী।
নতুন বিতর্ক
হল, রাজশাহী ফ্র্যাঞ্চাইজি বকেয়া বেতন পরিশোধ না করায় নিজ দেশে ফিরতে পারছেন না দুর্বার রাজশাহীর বিদেশি ৫ ক্রিকেটার। জিম্বাবুইয়ান
তারকা অলরাউন্ডার রায়ান বার্ল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়ান বার্ল
জানিয়েছেন, দলের বিদায় নিশ্চিত হলেও এখন পর্যন্ত দেশে ফেরার ফ্লাইট নিশ্চিত করতে পারেননি
কেউই। তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, দুর্বার রাজশাহীর ৫ বিদেশি ক্রিকেটারের কেউই
হোটেল ছেড়ে যাননি। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বেতন পরিশোধ করা হয়নি বলেও উল্লেখ করেছেন
তিনি।
রায়ান বার্লের
কাছে অবশ্য জানতে চাওয়া হয়েছিল, ঠিক কত শতাংশ টাকা দেয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজির পক্ষ
থেকে। তবে এই প্রশ্নের উত্তর জানাননি জিম্বাবুয়ের এই ক্রিকেটার।
উল্লেখ্য,
গতকাল (১ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হাজির হয়েছিলেন অন্তর্বর্তীকালীন
সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেখানে ক্রিকেটারদের পারিশ্রমিক
না পাওয়ার বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা আজকে রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি।
তিনি বলেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন। পরবর্তীতে যদি না করেন তাহলে কথা বলার
মত থাকবে না। আমরা আইনি ব্যবস্থা নিব। আমি স্পষ্টভাবে বলেছি যে আপনারা এটা যদি পে করতে
ব্যর্থ হন আমাদের আইনি প্রক্রিয়ায় যেতে হবে।’