× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজশাহীর বিদেশি খেলোয়াড়দের ফেরত যাওয়া নিয়ে যা জানা গেল

স্পোর্টস ডেস্ক।

০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৯ পিএম । আপডেটঃ ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিপিএল ২০২৫ এর রবিন রাউন্ড লিগ শেষে রানরেটের মারপ্যাঁচে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে দুর্বার রাজশাহী। টুর্নামেন্টের শুরু থেকেই বিতর্কের কমতি নেই নবাগত এই ফ্র্যাঞ্চাইজিটি ঘিরে। এখন মাঠের খেলা শেষ হলেও মাঠের বাইরের বিতর্ক দিয়ে এখন আলোচনায় আছে দুর্বার রাজশাহী।

নতুন বিতর্ক হল, রাজশাহী ফ্র্যাঞ্চাইজি বকেয়া বেতন পরিশোধ না করায় নিজ দেশে ফিরতে পারছেন না  দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটার। জিম্বাবুইয়ান তারকা অলরাউন্ডার রায়ান বার্ল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে আজ (২ ফেব্রুয়ারি) দুর্বার রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়েছে আজ থেকেই নিজ নিজ দেশে যাত্রা করবেন দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। আর দলের পাকিস্তানি কোচ ইজাজ আহমেদও আগামীকালের মধ্যে বাংলাদেশ ছাড়বেন।

ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাত তিনটায় ইথিওপিয়ান এয়ারওয়েজের ফ্লাইটে হারারের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন রায়ান বার্ল। তার ঠিক আগে রাত ১টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজের এক ফ্লাইটে লাহোরের উদ্দেশে যাত্রা করবেন মোহাম্মদ হারিস। এছাড়া হেডকোচ ইজাজ আহমেদ ঢাকা ত্যাগ করবেন আগামীকাল। আর ক্যারিবিয়ান তারকা মিগুয়েল কামিন্স ঢাকা ত্যাগ করবেন ফেব্রুয়ারির ৫ তারিখ।

এছাড়া বাকি খেলোয়াড়রা টিকিট পাওয়া সাপেক্ষে দ্রুতই ঢাকা ছাড়বেন বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিষয় : বিপিএল

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.