বিপিএল
২০২৫ এর রবিন রাউন্ড
লিগ শেষে রানরেটের মারপ্যাঁচে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে দুর্বার রাজশাহী। টুর্নামেন্টের শুরু থেকেই বিতর্কের কমতি নেই নবাগত এই ফ্র্যাঞ্চাইজিটি ঘিরে। এখন
মাঠের খেলা শেষ হলেও মাঠের বাইরের বিতর্ক দিয়ে এখন আলোচনায় আছে দুর্বার রাজশাহী।
নতুন
বিতর্ক হল, রাজশাহী ফ্র্যাঞ্চাইজি বকেয়া বেতন পরিশোধ না করায় নিজ
দেশে ফিরতে পারছেন না দুর্বার
রাজশাহীর বিদেশি ৫ ক্রিকেটার। জিম্বাবুইয়ান
তারকা অলরাউন্ডার রায়ান বার্ল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে
আজ (২ ফেব্রুয়ারি) দুর্বার রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়েছে আজ থেকেই নিজ নিজ দেশে
যাত্রা করবেন দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। আর দলের পাকিস্তানি কোচ ইজাজ আহমেদও
আগামীকালের মধ্যে বাংলাদেশ ছাড়বেন।
ফ্র্যাঞ্চাইজিটির
পক্ষ থেকে জানানো হয়েছে, রাত তিনটায় ইথিওপিয়ান এয়ারওয়েজের ফ্লাইটে হারারের উদ্দেশে
ঢাকা ছেড়ে যাবেন রায়ান বার্ল। তার ঠিক আগে রাত ১টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজের এক ফ্লাইটে
লাহোরের উদ্দেশে যাত্রা করবেন মোহাম্মদ হারিস। এছাড়া হেডকোচ ইজাজ আহমেদ ঢাকা ত্যাগ
করবেন আগামীকাল। আর ক্যারিবিয়ান তারকা মিগুয়েল কামিন্স ঢাকা ত্যাগ করবেন ফেব্রুয়ারির
৫ তারিখ।
এছাড়া বাকি
খেলোয়াড়রা টিকিট পাওয়া সাপেক্ষে দ্রুতই ঢাকা ছাড়বেন বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।