রোমাঞ্চে
ঠাসা বিপিএল ২০২৫ এর রবিন রাউন্ড লিগ পর্ব শেষ হয়েছে। এখন প্লে অফের তিন ম্যাচ আর ফাইনাল
ম্যাচ এই চার ম্যাচ শেষে পর্দা নামবে টুর্নামেন্টের। ৪২ ম্যাচের লিগ পর্বের শেষ ম্যাচ
পর্যন্ত ছিল উত্তেজনায় ঠাসা। ৪১তম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে দুর্বার রাজশাহীকে
বিদায় করে প্লে-অফে জায়গা করে নেয় খুলনা টাইগার্স। আর শেষ ম্যাচে এসে ফরচুন বরিশালের
বিরুদ্ধে চিটাগংয়ের জয়ে পুরো টুর্নামেন্ট জুড়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্সের
এখন খেলতে হবে এলিমিনেটর!
এবারের বিপিএলে
লিগ পর্ব শেষে সবচেয়ে বেশি রানের মালিক ঢাকার তানজিদ হাসান তামিম। আর সবচেয়ে বেশি উইকেট
পেয়েছেন রাজশাহীর তাসকিন আহমেদ। চলুন একনজরে দেখে আসা যাক লিগ পর্ব শেষে ব্যাট-বল হাতে
যারা মাঠ কাঁপিয়েছেন।
শীর্ষ ৫ রানসংগ্রাহক
রানের
তালিকায় সবার ওপরে থাকছেন তানজিদ তামিম। ঢাকা দলগতভাবে ব্যর্থ হলেও ব্যাট হাতে এবারের আসরে দারুণ সময় কেটেছে জাতীয় দলের এই ওপেনারের। ১২
ম্যাচের মাঝে ৫ ম্যাচে পঞ্চাশ
পেরুনো ইনিংস খেলেছেন। আছে একটা সেঞ্চুরি। মোট রান ৪৮৫। গড় ৪৪ এর
বেশি। ১৪১.৩৯ স্ট্রাইকরেটে ৪
ফিফটি আর ১ সেঞ্চুরি
আছে তার।
খুলনার
নাইম শেখ ৪৪৪ রান নিয়ে আছেন দুইয়ে। তিনি অবশ্য এলিমিনেটর ম্যাচে থাকছেন। সেখানে জিতলে আরও দুই ম্যাচ খেলার সুযোগ থাকবে তার সামনে। ৩ ফিফটি আর
১ সেঞ্চুরি তার ব্যাট থেকে। স্ট্রাইকরেট ১৪৮। টুর্নামেন্টে ৪০০ এর বেশি রান
এই দুজনেরই।
দুর্বার রাজশাহীর
এনামুল হক বিজয় আছেন তিনে। তার রান ৩৯২। ১ সেঞ্চুরি আর ২ হাফ সেঞ্চুরি করা বিজয় এবারের
আসরে খেলেছেন ১৩০ স্ট্রাইকরেটে। সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান করেছেন ৩৮৯ রান।
চিটাগাং কিংসের গ্রাহাম ক্লার্কের ব্যাটে আছে ৩৭৭ রান।
শীর্ষ ৫ উইকেট
সংগ্রাহক
তাসকিন
আহমেদের কাছ থেকে এবারের বিপিএল পেয়েছে রেকর্ডগড়া বোলিং ফিগার। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এক ইনিংসেই ছিল
৭ উইকেট। তাসকিন এবারের আসরে পেয়েছেন ২৫ উইকেট। বরিশালের
বিদেশি পেসার ফাহিম আশরাফ দেশে ফেরার আগে পেয়েছেন ২০ উইকেট। রংপুর
রাইডার্সের আকিফ জাভেদের ঝুলিতে আছে ১৯ উইকেট।
১৮
উইকেট পেয়েছেন চিটাগাং কিংসের দেশি পেসার খালেদ আহমেদ। রংপুরের খুশদিল শাহ এবং খুলনা টাইগার্সের আবু হায়দার রনি এখন পর্যন্ত টুর্নামেন্টে শিকার করেছেন ১৭ উইকেট।