× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেষ মুহূর্তে দুই ক্যারিবিয়কে দলে ভেড়ালো খুলনা টাইগার্স

স্পোর্টস ডেস্ক।

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৩ পিএম । আপডেটঃ ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

প্লে অফের খেলা শুরু হয়ে গেছে। এলিমিনেটরে এরই মধ্যে টসে জিতে খুলনার বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে রংপুর রাইডার্স। এর আগে দলের শক্তি বাড়াতে শেষ মুহূর্তে খুলনা টাইগার্স দলে ভিড়িয়েছে দুই তারকা ক্যারিবিয়ান ক্রিকেটারকে।

মেহেদি হাসান মিরাজের দলে যোগ দিয়েছেন, শিমরান হেটমায়ার এবং জেসন হোল্ডার।

আজ (৩ ফেব্রুয়ারি) সকালেই নিজেদের ফেসবুক পেইজে এই দুই তারকার দলে যোগ দেয়ার কথা নিশ্চিত করেছে খুলনা টাইগার্স।

খুলনা টাইগার্স এবারের বিপিএলে প্লে-অফ নিশ্চিত করেছে একেবারেই শেষ ম্যাচে এসে। দলের বিদেশি তারকাদের মাঝে মোহাম্মদ নাওয়াজ এবং বোসিস্টোই ছিলেন নিয়মিত পারফর্মার। দেশী খেলোয়াড়দের ওপর ভর করেই সেরা চারে এসেছে তালহা জুবায়েরের দল। তবে এবারে প্লে-অফের বাঁচা মরার লড়াইয়ে বিদেশি তারকাদের নিয়ে শক্ত দল দাঁড় করিয়েছে তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.