বড় প্রত্যাশা নিয়ে বিপিএল প্লে-অফে পা রেখেছিল বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দলে তারুণ্য আর অভিজ্ঞতার মিশ্রণে ছিল শিরোপা ধরে রাখার জোরালো পরিকল্পনা। তবে প্লে-অফ শুরুর মুহূর্তে সেই প্রত্যাশায় পানি ঢেলে দিয়েছে বিদেশি তারকা সংকট।
শুরু থেকে দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স। একবার দেশে ফিরে গেলেও তিনি দলে ফিরেছেন। তবে আশার খবর এখানেই থেমে গেছে বরিশালের জন্য। কারণ, প্লে-অফের জন্য রাডারে থাকা দুই বিদেশি তারকা—নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে এবং আফগানিস্তানের স্পিনার নুর আহমেদ—দলকে শেষ পর্যন্ত জয়ী করার যুদ্ধে যোগ দিচ্ছেন না।
-67a08e8dcf57a.jpg)
লিগ পর্বে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন, অ্যাডাম মিলনে প্লে-অফের আগে দলের সঙ্গে যুক্ত হবেন এবং আইএল টি-২০ থেকে সরাসরি ঢাকায় আসবেন। তবে ৩ ফেব্রুয়ারির গুরুত্বপূর্ণ ম্যাচের দিন দুপুর পর্যন্তও মিলনের কোনো খোঁজ মেলেনি। ফরচুন বরিশালের এক সূত্র নিশ্চিত করেছে, কিউই এই পেসারের ব্যস্ত সূচির কারণেই তার আসা সম্ভব হচ্ছে না। একই কারণে দলে জায়গা হচ্ছে না নুর আহমেদেরও।