× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরের হার নিয়ে যা বললেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক।

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ২০২৫ এর আসরে স্বপ্নময় এক যাত্রা চলছিল রংপুর রাইডার্সের। টানা ৮ ম্যাচ জিতে উড়তে থাকা দলটি সবার আগে প্লে-অফ নিশ্চিত করে। সেই দলটি আজ (৩ ফেব্রুয়ারি) এলিমিনেটরে খুলনা টাইগার্সের বিপক্ষে লজ্জাজনক ভাবে হেরে টানা ৮ ম্যাচ জয়ের বিপরীতে টানা ৫ ম্যাচ হার নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। রংপুর রাইডার্সের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল ম্যাচ শেষে রংপুরের হারের পেছনে কিছু কারণ তুলে ধরেন।

আজ ( ফেব্রুয়ারি) ম্যাচ শেষে সাংবাদ সম্মেলনে আসেন আশরাফুল। সময় দলের ছন্দপতনের কারণে জানতে চাওয়া হলে তিনি বলেন, অবশ্য এটা হতাশজনক। আমরা গ্লোবাল সুপার লিগে টানা তিন ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এরপর বিপিএলের টানা আট ম্যাচে জয় মোট ১১টি ম্যাচে জয় পেয়েছিলাম। কিন্তু গত ২৩ জানুয়ারি রাজশাহীর কাছে হারের পর আমরা মোমেন্টাম হারিয়ে ফেলেছি। এটা মাত্র ১২০ বলের খেলা এখানে মোমেন্টাম ধরে রাখাটা জরুরী। যেটা আমরা পারিনি এটা আমাদের এবং ফ্যান জন্যও হতাশার।

পুরো টুর্নামেন্ট জুড়ে রংপুর রাইডার্সের জন্য ব্যাটে-বলে ভরসার নাম ছিল খুশদিল শাহ। তাঁর অনুপস্থিতিকে দলের হারের অন্যতম কারণ উল্লেখ করে বলেন, আমার মনে হয় খুশদিলের চলে যাওয়াটা আমাদের জন্য বড় ধাক্কা ছিল। এটা আমরা পূরণ করতে পারিনি। আপনি যদি দেখেন গায়ানাতে আমরা যে ম্যাচটা জিতে ছিলাম, ওখানে উইকেটটা খুবই কঠিন ছিল। তারপরও সেখানে ৩০ বলে ফিফটি করেছিল খুশদিল পাঁচটা ছক্কা মেরেছিল, ১১৭ করেও ম্যাচ জিতেছিলাম।

আশরাফুল আরও বলেন, ‘বিপিএলেও সে ভালো খেলেছে, কিন্তু খুশদিল জাতীয় দলে ডাক পাওয়ার পর তার জায়গাটা কেউ নিতে পারেননি। এ ছাড়াও সবশেষ পাঁচ ম্যাচে আমাদের লোকাল ক্রিকেটারও ভালো খেলতে পারেনি ওখানেই আমরা পিছিয়ে পড়েছি।'

এদিকে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তটা যথাযথ ছিল কিনা এমন প্রশ্নেরে জবাবে আশরাফুল বলেন, বিশ্বাস ছিল আমাদের যে বোলিং লাইন আছে, আমরা যদি ১২০ থেকে ১৪০ রান করতে পারি কঠিন উইকেটে আমরা চেজ করতে পারব। কিন্তু আজকের উইকেট ১৮০ রানের ছিল। তবে সৌম্যর রান আউটটাই খেলা বদলে দিয়েছে। ভিন্সও সকালে এসেছে। হয়তো উইকেট বুঝতে পারেনি। মূলত, ব্যাটিং খারাপ করাটাই আসল কারণ, টসের সিদ্ধান্ত ঠিক ছিল।

আজ সকালেই দুবাই থেকে উড়িয়ে আনা হয় তিন বিদেশী ক্রিকেটার আন্দ্রে রাসেল, জেমস ভিন্স টিম ডেভিডকে। তারা কেউই পারফর্ম করতে পারেননি। এর পেছনে ভ্রমণক্লান্তি কাজ করছিল কিনা এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, দেখুন রংপুরের ম্যানেজমেন্ট চেষ্টা করেছে বড় নাম ভালো মানের ক্রিকেটার আনার জন্য। আর তারা যেহেতু বিজেনেস ক্লাসে এসেছে এতটা সমস্যা হওয়ার কথা না। ওয়েদারও একই ছিল ওরা যেহেতু দুবাইতে ছিল। হয়তো রাতে ম্যাচ খেলে এসেছে এটা একটা কারণ হতে পারে। কিন্তু আমাদের শুরুতে উইকেট হারানোটাই মূল কারণ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.