× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চিটাগংকে উড়িয়ে দিয়ে ফাইনালে ফরচুন বরিশাল

স্পোর্টস ডেস্ক।

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৭ পিএম । আপডেটঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৭ এএম

ছবিঃ সংগৃহীত

আজ (৩ ফেব্রুয়ারি) মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ২০২৫ আসরের কোয়ালিফায়ার ১ এ মুখোমুখি হয় চিটাগং কিংস এবং ফরচুন বরিশাল। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করা বরিশালের সামনে আজ দাঁড়াতেই পারেনি চট্টলার রাজারা। কিংসদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিপিএল ২০২৫ এর ফাইনালে পৌঁছে গেছে বরিশালের লঞ্চ। 

টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন তামিম ইকবাল খান। 

বরিশালের বোলিং তোপে চিটাগংয়ের মাত্র ২ ব্যাটার দুই অঙ্কের ঘরে রান করেছেন। 

ওপেনার পারভেজ হোসেন ইমন ৩৬ বলে ৩৬ রান করে ফেরত যাওয়ার পর দলকে একাই টেনে নিয়ে যান শামীম হোসেন পাটোয়ারী। 

৪৭ বলে ৯ টি বাউন্ডারির সাথে ৪ টি ছক্কা হাঁকিয়ে ৭৯ রানে থামেন শামীম। 

বরিশালের বোলারদের সামনে আজ চিটাগংয়ের ব্যাটিং অর্ডার এমন ভাবে ধরাশায়ী হয়েছে যে তৃতীয় সর্বোচ্চ ৯ রান এসেছে ‘মিস্টার এক্সট্রা’র কল্যাণে। 

চিটাগংয়ের ব্যাটিং অর্ডারে ধ্বস নামান মোহাম্মদ আলি। ২৪ রান দিয়ে চট্টলার ৫ রাজাকে ধরাশায়ী করেছেন তিনি।

এছাড়া কাইল মায়ার্স ২ টি,  রিশাদ এবং এবাদত ১ টি করে উইকেট পেয়েছেন। 

চিটাগং কিংস ফাইনালে ওঠার লড়াইয়ে ১৫০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বরিশালকে।

ক্যাপ্টেন তামিম ইকবাল ২৯ রান করে বিদায় হলে বাকি কাজটা ধীরে সুস্থে সারেন তৌহিদ হৃদয় এবং ডেভিড মালান।

এই দুই ব্যাটারের ৯৫ রানের জুটিতে ১ উইকেট হারিয়েই ১৬ বল হাতে রেখে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে ফরচুন বরিশাল। 

তৌহিদ হৃদয় এদিন ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন। ৫৬ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটার। 

ডেভিড মালান করেন ২২ বলে করেন ৩৪ রান।

২৪ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ আলি।

কোয়ালিফায়ার ১ এ চিটাগংকে একপেশে খেলায় উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছে গেল ফরচুন বরিশাল। 

এখন আগামী ৫ ফেব্রুয়ারি কোয়ালিফায়ার ২-এ ফাইনালের লড়াইয়ে খুলনা টাইগার্সের সাথে মুখোমুখি হবে চিটাগং কিংস।

বিষয় : বিপিএল

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.