× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফাইনালে বরিশালের হয়ে খেলতে কিউই তারকা জিমি নিশাম এখন ঢাকায়

স্পোর্টস ডেস্ক।

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৩ এএম । আপডেটঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৩ এএম

ছবিঃ সংগৃহীত।

বিপিএলের শেষ মুহূর্তে বিদেশি ক্রিকেটার দলে আনার কৌশলটা রংপুর রাইডার্সের জন্য খুব একটা কাজে দেয়নি। বরং দলটির কম্বিনেশন ভেঙে যাওয়ায় লজ্জাজনক পরাজয় দেখতে হয়েছে। তবে এরমাঝেও বিদেশি তারকাদের আগমন অব্যাহত আছে। যার সবশেষ সংযোজন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম।

নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটার শুধু মাত্র ফাইনাল ম্যাচ খেলার জন্যই বিপিএলে আসছেন। ফরচুন বরিশালের হয়ে খেলতে দক্ষিণ আফ্রিকার এসএ ২০ থেকে সরাসরি ঢাকায় এসেছেন তিনি। আজ (৪ ফেব্রুয়ারি) সকালেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।

জিমি নিশামের ফরচুন বরিশালে যোগ দেয়ার বিষয়টি ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদ সারাবেলাকে নিশ্চিত করেছে।

গতকাল বিকেল থেকেই জিমি নিশামের ঢাকা আসার খবর নিশ্চিত ছিল। প্রখ্যাত গলফার টাইগার উডসকে নিয়ে জেমস প্যাটারসনের লেখা ‘টাইগার টাইগার: দ্য প্রিন্স হ্যারি অব স্পোর্টস’ বইয়ের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন নিশাম। সেই পোস্টে তিনি ইমোজির মাধ্যমে দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে আসার বিষয়টি জানিয়েছিলেন।

তবে তিনি কোন দলে যোগ দেবেন, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। প্রথমে খুলনা টাইগার্সের কথা শোনা গেলেও পরে জানা যায়, তিনি ফরচুন বরিশালের হয়ে খেলবেন।

প্রথম কোয়ালিফায়ারে জিতে বরিশাল এরই মধ্যে ফাইনালে পৌঁছে গেছে। আগামীকাল ৫ ফেব্রুয়ারি খুলনা টাইগার্স এবং চিটাগাং কিংসের মধ্যেকার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে ৭ ফেব্রুয়ারির গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হবে দলটি।

বিষয় : বিপিএল

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.