ছবিঃ সংগৃহীত।
বাংলাদেশের নারী ফুটবল এখন এক কঠিন সময় পার করছে। কোচ পিটার বাটলারের অধীনে খেলতে না চাওয়ার কথা জানিয়ে অবসরের হুমকি দিয়েছেন সাফজয়ী ফুটবলারদের বড় একটি অংশ। তাদের বাদ দিয়েই কোচিং করানোর পাল্টা হুমকি দেন কোচ বাটলার। ফুটবলার ও কোচের দ্বন্দ্বের জেরে তৈরি হয়েছে অচলাবস্থা। এর মধ্যে সাফজয়ী জাপানিজ বংশোদ্ভুত তারকা মাতসুসিমা সুমাইয়া অনলাইনে 'হত্যা ও ধর্ষণের' হুমকি পাওয়ার অভিযোগ করেছেন।
সুমাইয়া
আজ (৪ ফেব্রুয়ারি) তার
ভেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে এই হুমকির কথা
জানান। তিনি তার ফুটবল ক্যারিয়ারের শুরু, জাতীয় দলে আসা এবং সাফ জয়ের গল্প তুলে ধরেন। ফুটবলকে পেশা হিসেবে বেছে নেওয়ার জন্য তাকে তার বাবা-মায়ের সঙ্গেও লড়াই করতে হয়েছে বলে জানান। তবে সাম্প্রতিক হুমকি পাওয়ার পর তিনি তার
আগের সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা করছেন।
সুমাইয়া
লিখেছেন, "আমি মাতসুসিমা সুমাইয়া, বাংলাদেশ নারী ফুটবল দলের একজন খেলোয়াড়। ইংলিশ মিডিয়াম স্কুলে থাকাকালে ফুটবল খেলা শুরু এবং মালদ্বীপে ২০২৪ সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপে সাফল্য পাওয়ার এই যাত্রাটা বেশ
অম্লমধুর। যখন আমি পথটি বেছে নিই, আমার স্বপ্ন ছিল তরুণ শিক্ষার্থীদেরও এই পথের স্বপ্ন
দেখানো, যাদের বাবা-মা পড়ালেখাকেই কেবল
গুরুত্ব দেন।"
তিনি
আরও লিখেছেন, "আমি দেখাতে চেয়েছি আবেগ এবং নিবেদন থাকলে যেকোনো বাধা ভেঙে এগিয়ে যাওয়া যায়। কিন্তু এই মুহূর্তে আমার
অনুশোচনা হচ্ছে। আক্ষেপ হচ্ছে এই কারণে যে
আমি এমন এক দেশকে সেবা
দিতে শিক্ষা, পরিবার, ঈদ সবকিছু বিসর্জন
দিয়েছি; যেখানে এসব সংগ্রামের কোনো মূল্য-ই নেই।"
সুমাইয়া
জানান, "ফুটবলে ক্যারিয়ার গড়তে আমাকে বাবা-মায়ের সঙ্গেও লড়তে হয়েছে, বিশ্বাস ছিল আমার দেশকে অন্তত পাশে পাব। কিন্তু বাস্তবতা ভিন্ন। কেউই সত্যিকার অর্থে একজন অ্যাথলেটের মানসিক স্বাস্থ্যকে পরোয়া করে না। আমি এবং আমার সতীর্থদের কী পরিস্থিতি মোকাবিলা
করতে হচ্ছে সে সম্পর্কে (ইংরেজি
চিঠিতে) জানানো আমার ন্যূনতম সামর্থ্য আছে। কিন্তু গত কয়েকদিনে, আমি
অসংখ্য হত্যা ও ধর্ষণের হুমকি
পেয়েছি– সেখানে এমনও শব্দ আছে, যা অকল্পনীয়ভাবে আমাকে
বিধ্বস্ত করে দিচ্ছে।"
তিনি
আরও যোগ করেন, "আমি জানি না এই ট্রমা
কাটিয়ে উঠতে আমার কতটা সময় লাগবে। এতটুকু জানি যে, নিজের স্বপ্নের পেছনে দৌড়ানো কাউকে এমন পরিস্থিতিতে পড়া কখনোই উচিৎ নয়।"
কোচ
বাটলারকে নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে চিঠি দিয়েছিলেন বাংলাদেশ নারী দলের ১৮ ফুটবলার। তাদের
অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করেছে বাফুফে। এই কমিটি ইতোমধ্যে
ফুটবলারদের জবানবন্দি নিয়েছে। জাপানিজ বংশোদ্ভুত ফুটবলার সুমাইয়া মাতসুসিমা বাফুফে
সভাপতির কাছে একটি ইংরেজি চিঠি লিখেছিলেন, যেখানে তিনি তার সমস্যার কথা তুলে ধরেছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh