× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়- রোনালদো

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০২ পিএম

ছবিঃ সংগৃহীত।

কাতার বিশ্বকাপের পর অনেকেই মেসিকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তবে ক্রিশ্চিয়ানো রোনালদো এই ধারণার সঙ্গে একমত নন। তিনি নিজেকেই ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে মনে করেন। রোনালদোর এই বিশ্বাসের পেছনে যথেষ্ট কারণও রয়েছে।

গতকাল (৩ ফেব্রুয়ারি) এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে আল নাসরের হয়ে জোড়া গোল করে রোনালদো তার ক্লাব ক্যারিয়ারের ৭০০তম জয় উদযাপন করেছেন। তার মোট গোলের সংখ্যা ৯২৩টি। এই পরিসংখ্যানই প্রমাণ করে রোনালদোর শ্রেষ্ঠত্ব।

এল চিরিনগিতো টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, "ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা কে? বিষয়টা স্পষ্ট, এটা সংখ্যার খেলা। কে হেড করে, বাঁ পা দিয়ে, পেনাল্টি থেকে, ফ্রি কিকে সবচেয়ে বেশি গোল করেছে?" রোনালদো আরও বলেন, "আমি সংখ্যার বিষয়ে কথা বলছি। আমি মনে করি বর্তমানে আমিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। ফুটবল আমি সবকিছুই ভালোভাবে করি - আমার মাথা দিয়ে, ফ্রি কিকে, বাঁ পায়ে। আমি ক্ষীপ্র, আমি শক্তিশালী।"

রোনালদো মেসি, পেলে, ম্যারাডোনাকে সম্মান করেন। তবে তিনি মনে করেন, তার চেয়ে ভালো কাউকে তিনি দেখেননি।

রোনালদোর এই আত্মবিশ্বাস এবং নিজের সামর্থ্যের প্রতি বিশ্বাস তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। তিনি বলেন, "আমি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতার। এতটাই যে, মাঝেমধ্যে নিজের অর্জন সম্পর্কেই ভুলে যাই। কারণ, এতে আমি আরও বেশি কিছু করার এবং প্রতি বছর আরও ভালো করার অনুপ্রেরণা পাই… আমার মনে হয়, অন্যদের থেকে এখানেই আমার পার্থক্য। আমার অবস্থানে অন্যরা হয়তো ১০ বছর আগেই ফুটবলকে বিদায় বলে দিত। আমি আলাদা, কথা শেষ।"

রোনালদো হয়তো আরও কয়েক বছর ফুটবল খেলবেন। তবে তার ক্যারিয়ারের শেষ সময় ঘনিয়ে আসছে। মেসিও তার ক্যারিয়ারের শেষ প্রান্তে। এই দুই কিংবদন্তির পর ফুটবল বিশ্ব নতুন তারকাদের অপেক্ষায় থাকবে। হয়তো তাদের হাত ধরেই রচিত হবে ফুটবলের নতুন ইতিহাস।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.