আফগান
তারকা স্পিনার রশিদ খান টি-টোয়েন্টি ক্রিকেটে
নতুন ইতিহাস গড়েছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে
তিনি এখন সর্বোচ্চ উইকেটের মালিক। এতদিন ধরে এই রেকর্ড ছিল
ডোয়াইন ব্রাভোর দখলে।
গতকাল (৪
ফেব্রুয়ারি) রশিদ খান
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে
এমআই কেপ টাউনের হয়ে পার্ল রয়্যালসের বিপক্ষে দুটি উইকেট নিয়ে তিনি এখন স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ
উইকেটধারীর তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছেন।
রশিদ
খানের মোট উইকেট সংখ্যা ৬৩৩টি। এর মধ্যে আন্তর্জাতিক
টি-টোয়েন্টিতে আফগানিস্তানের হয়ে নিয়েছেন ১৬১টি উইকেট। বাকি ৪৭২টি উইকেট এসেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে। তিনি বিশ্বের বিভিন্ন লিগে অনেকগুলো দলে খেলেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাট টাইটান্স, অ্যাডিলেড স্ট্রাইকার্স, সাসেক্স শার্কস, ট্রেন্ট রকেটস এবং এমআই কেপ টাউন।
ডোয়াইন
ব্রাভো'র উইকেট সংখ্যা
৬৩১টি। রশিদ খান তার থেকে অনেক কম ম্যাচ খেলেই
তাকে ছাড়িয়ে গেছেন। রশিদ খান ৪৬১টি ম্যাচে ৬৩৩টি উইকেট নিয়েছেন, যেখানে ব্রাভো ৬৩১টি উইকেট নিতে ৫৮২টি ম্যাচ খেলেছেন। রশিদের বোলিং গড় ১৮.০৮, যেখানে
ব্রাভোর গড় ২৪.৪০। এই
তালিকায় তৃতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন (৫৭৪ উইকেট), চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির (৫৩১ উইকেট) এবং পঞ্চম স্থানে বাংলাদেশের সাকিব আল হাসান (৪৯২
উইকেট)।