ছবিঃ সংগৃহীত।
বিপিএল ২০২৫ এর কোয়ালিফায়ার ২-এ আজ (৫ ফেব্রুয়ারি) ফাইনালে ওঠার লড়াইয়ে চিটাগং কিংসকে ১৬৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে ছিল খুলনা টাইগার্স। জয়ের লক্ষ্যে সহজভাবে এগুতে থাকলেও মাঝপথে সমীকরণ বদলে যায়। দর্শকদের স্নায়ুকে লোকাল বাসের মত এলোপাতাড়ি নাড়া দিয়ে শেষ বলে চার মেরে ফাইনালের টিকিট নিশ্চিত করল চট্টলার রাজারা।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে খুলনার টপ অর্ডার হুঁড়মুড়িয়ে ভেঙে পড়ে।
ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ক্যাপ্টেন মিরাজ।
ধীর গতির ইনিংস খেলে একপ্রান্তে টিকে ছিলেন মোহাম্মদ নাইম শেখ।
বোল্ড করে তাকে প্যাভিলিয়নের রাস্তা দেখান খালেদ আহমেদ।
পঞ্চম উইকেট জুটিতে মাহিদুল ইসলাম অঙ্কন এবং ক্যারিবিয় অলরাউন্ডার শিমরন হেটমায়ার ৭৩ রান যোগ করেন।
৩২ বলে ৩ ছক্কা এবং ১ চারে ৪১ রান করে শরিফুলের বলে ধরাশায়ী হন অঙ্কন।
ঝোড়ো ব্যাটিংয়ে ৩৩ বলে ৪ ছক্কা এবং ৬ চারে ৬৩ রানে থামেন হেটমায়ার।
আরেক ক্যারিবিয় জেসন হোল্ডার ৫ বলে ১ বাউন্ডারি আর ১ ছক্কায় ১২ রান যোগ করলে ১৬৩ রানের পুঁজি পায় মিরাজ বাহিনী।
চিটাগংয়ের লম্বা ব্যাটিং লাইন আপের দুই ইনফর্ম ব্যাটার পারভেজ হোসেন ইমন এবং গ্রাহাম ক্লার্ককে দ্রুত সাজঘরে ফেরান হাসান মাহমুদ। দুজনের ব্যাট থেকেই আসে সমান ৪ রান।
৩৬ বল হাতে আছে, রান করতে হবে ৫৯। এমন সময় নাসুমের জোড়া আঘাত।
শামীম পাটোয়ারী করেছেন মোটে ৫ রান।
খাজায় নাফায় ৫৬ বলে ৪ চার আর ৩ ছয়ে ৫৭ রান করে মুশফিক হাসানের বলে বোল্ড হয়ে যান।
৭ রান করে মোহাম্মদ মিথুনও আউট হয়ে গেলে ক্রিজে কোনো স্বীকৃত ব্যাটার নেই কিংসদের। জয় থেকে তখনও তারা ৩৪ রান দুরে। হাতে আছে ১৮ বল আর ৩ উইকেট।
আরাফাত সানি আর আলিস ইসলাম আবারো কিংসদের চাঙ্গা করে তোলেন।
শেষ বলে দরকার ছিল ১৫ রানের। প্রথম বলে আরাফাত সানি বাউন্ডারি হাঁকান। দ্বিতীয় বলেই বাঁধে বিপত্তি। দু’রান নিতে গিয়ে আঘাত পেয়ে রিটায়ার্ড হয়ে ফিরতে হয় ৬ বলে ১৩ রান করা আলিসকে।
তৃতীয়তম বলে আরাফাত সানি একটি সিঙ্গেল নিলে স্ট্রাইক পেয়ে নিজের প্রথম বলে শরিফুল বাউন্ডারি হাঁকিয়ে পরের বলেই আউট হয়ে গেলে শেষ বলে দরকার হয় ৪ রান।
আহত আলিস আবারো ক্রিজে ফিরে এসে শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে চিটাগং কিংসকে ফাইনালের টিকিট এনে দেন।
৭ বলে ১৭ রান করার সাথে ১৪ রান দিয়ে ১ উইকেট শিকার করে ম্যাচসেরাও হয়েছেন এই মিস্ট্রি স্পিনার।
আগামী ৭ জানুয়ারি ফাইনালে আবারো মুখোমুখি হবে কোয়ালিফায়ার ১ এ খেলা দুই দল ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস।
অনিশ্চিয়তা আর শেষ বল কিংবা শেষ ওভারে ম্যাচের ফলাফল নিশ্চিতের এই বিপিএলের ফাইনালে জিতে ফরচুন বরিশাল শিরোপা নিজেদের কাছে রেখে দেবে নাকি শেষ হাসি হাসবে চট্টলার রাজারা সেটার অপেক্ষায় একটা দিন নখ কামড়ে পার করতে হবে ক্রিকেটপ্রেমীদের।
বিষয় : বিপিএল
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh